23 Magh 1431 বঙ্গাব্দ বুধবার ৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ফুড এন্ড লাইভলি হুড সিকিউরিটি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত!!

নওগাঁয় ফুড এন্ড লাইভলি হুড সিকিউরিটি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত!!

এনবিএনডেক্স: নওগাঁয় ভিলেজ এডুকেশন রির্সোস সেন্টার (ভার্ক) ও মৌসূমীর আয়োজনে গতকাল মঙ্গলবার বেলা ১২ টায় নওগাঁ সদর উপজেলা সম্মেলন কে ফুড এন্ড লাইভলি হুড সিকিউরিটি প্রকল্পের সমাপনী সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় প্রথান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নওগাঁর জেলা প্রশাসক এনামুল হক, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন নাজনিন হোসেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নওগাঁ সদর উপজেলা চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক নান্নু। নওগাঁ সদর উপজেলা নির্বাহী অফিসার হাসিনা আক্তারের সভাপতিত্বে প্রকল্পের সমন্বয়কারী জমিস উদ্দিন জানান প্রকল্পটি ২০১২ মার্চ থেকে শুরু হয়ে ১৯ হাজার ২শত ৬০ জন মহিলা/পুরুষ কে খোরাকী ভাতা প্রদান সহ ১৫ হাজার ৫শত মহিলা ও ১০ হাজার ৬ জন পুরুষ কে সম্পদ বিতরণ করা হয়। ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে নওগাঁ জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের বাস্তবায়নে প্রকল্পটির কাজ সম্পূর্ণ করা হয়। এতে করে কয়েক হাজার হত দরিদ্র মহিলা ও পুরুষ সুবিধা ভোগ করেন। উক্ত অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দিলরুবা খানম, নওগাঁ সদরের বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, মৌসূমীর উপদেষ্টা মাহবুবুর রহমান, প্রকল্পের জাকারিয়া হোসেন প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …