15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্ধোধন!!

নওগাঁয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্ধোধন!!

এনবিএনডেক্স: “ইঁদুরের অপচয়, তারে আর মা নয়“ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ইঁদুর নিধন অভিযান-২০১৪ এ শুভ উদ্ধোধন করা হয়েছে। এতে প্রধান অতিথি হিসাবে এর উদ্ধোধন করেন, বীরমুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। আজ সকালে জেলা ও উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তর এর আয়োজন করে। কৃষি প্রশিন ট্রেনিং সেন্টারে অতিরিক্ত জেলা প্রশাসক নাজনীন হোসেনের সভাপতিত্বে এ উপল্েয আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উপ-পরিচালক সত্যপদ সাহা, উপজেলা কৃষি অফিসার সামসুল ওয়াদুদ, কৃষক বকুল প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা ইঁদুরের তিকারক বিষয়ে      বিস্তারিত আলোচনা করেন।

আরও পড়ুন...

নওগাঁয় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সেমিনার

নওগাঁ প্রতিনিধি:- ছাত্র জনতার অঙ্গীকার নিরাপদ সড়ক হোক সবার এই প্রতিপাদ্য কে সামনে রেখে নওগাঁয় …