15 Kartrik 1432 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৩০ অক্টোবর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

নওগাঁয় দৈনিক জনকন্ঠ পত্রিকায় প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধাদের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

এনবিএনডেক্স:  নওগাঁয় দৈনিক জনকন্ঠ পত্রিকায় ১২৬ জন ভূঁয়া মুক্তিযোদ্ধার নামে প্রকাশিত সংবাদের প্রতিবাদে মুক্তিযোদ্ধারা এক সংবাদ সম্মেলন করেছে। গতকাল রবিবার সকালে নওগাঁ মডেল প্রেস কাবে এক সংবাদ সম্মেলনে  লিখিত বক্তব্য পাঠ করেন, বীর মুক্তিযোদ্ধা এ,কে,এম গুলজার হোসেন। লিখিত বক্তব্যে বলা হয়, গত ১২ অক্টোবর দৈনিক জনকন্ঠ পত্রিকায় নওগাঁর ২৯ জন মুক্তিযোদ্ধার নাম উল্লেখ পূর্বক ১২৬ জন মুক্তিযোদ্ধাকে ভূঁয়া মুক্তিযোদ্ধা উল্লেখ করে ভূল তথ্য পরিবেশনের মাধ্যমে ষড়যন্ত্রমুলক ভাবে একটি সংবাদ প্রকাশ করেন যা নওগাঁর মুক্তিযোদ্ধাদের বিভ্রান্ত করার প্রচেষ্টা মাত্র। তারা এই ষড়যন্ত্রমুলক সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন। লিখিত বক্তব্যে আরও বলা হয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০০২ সালের ৮নং আইনের ধারা ৭(ঝ) এর অধীন জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল কর্তৃক সুপারিশকৃত তালিকা অনুয়ারী সকলেই প্রকৃত মুক্তিযোদ্ধা। সে অনুযায়ী গেজেট প্রত্যায়নে নাম উল্লেখ রয়েছে। ১৯৭১ সালে বাংলাদেশে স্বাধীনতার জন্য স্ব স্ব েেত্র গুরুত্বপূর্ন অবদান রেখেছেন। তারা ৪৩ বছর পর যখন যুদ্ধাপরাধীর বিচারের রায় যে মুহুর্তে বাস্তবায়িত হতে যাচ্ছে, ঠিক সেই মুহুর্তে মুক্তিযোদ্ধাদের মাঝে বিভাজন সৃষ্টি করার ল্েয একটি কুচক্রী মহল উদ্দেশ্য প্রনোদিত ভাবে মিথ্য্া বানোয়াট কথা বলছে, এতে স্বাধীনতা বিরোধীরাই লাভবান হচ্ছে। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অধ্যাপক গোলাম রেজা সারওয়ার, একেএম নূরুজ্জামান নান্টু, মোঃ আমিনুল ইসলাম ও একেএম আমিনুল ইসলাম প্রমুখ।

আরও পড়ুন...

নওগাঁয় বিএনপির ফ্রি মেডিকেল ক্যাম্প

নওগাঁ প্রতিনিধি: বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে নওগাঁয় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ৩সেপ্টেম্বর …