26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশান মাস পালিত!!

নওগাঁয় বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশান মাস পালিত!!

এনবিএনডেক্স: “স্যানিটেশন অভ্যাস করি, সুস্থ্য সবল বাংলাদেশ গড়ি“ এই শোগানকে সামনে রেখে গতকাল শনিবার নওগাঁয় ফেষ্টুন উড়িয়ে, বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর- ১৪ পালিত  হয়েছে। নওগাঁ পুরাতন কালেকটরেট চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদনি শেষে নওগাঁ জিলা স্কুলে গিয়ে সমাপ্ত হয়। প্রধান অতিথি হিসাবে র‌্যালিটির উদ্ধোধন করেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মালেক এমপি। জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজন করে। অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে আলোচনা সভায় জেলা প্রশাসক এনামুল হক, জেলা প্রাথমিক শিা অফিসার আনোয়ারুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আলী আজগর, সদর উপজেলা নির্বাহী অফিসার বেগম হাসিনা আকতার প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …