19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর রাণীনগরে ফতোয়াবাজির মামলার চার্জশিটের প্রস্তুতি সম্পন্ন!!

নওগাঁর রাণীনগরে ফতোয়াবাজির মামলার চার্জশিটের প্রস্তুতি সম্পন্ন!!

এনবিএনডেক্স: নওগাঁর রানীনগর উপজেলার ছাতারবাড়িয়া গ্রামে মোবাইল ফোনে বিভিন্ন কথোপ-কথনের অভিযোগে হাওয়া বিবি নামে এক গৃহবধুর ফতোয়াবাজির ঘটনায় খুব শীঘ্রই চার্জশিট দাখিল করতে যাচ্ছে  পুলিশ । মামলার ২২ আসামীর সকলেই  চার্জশিটে আসামী ধাকছেন বলে জানিয়েছেন মামলার তদন্তকারি কর্মকর্তা মিজানুর রহমান মিজান। ফতোয়াবাজির এই  ঘটনায় ইতোমধ্যে পুলিশ ৯ জনকে গ্রেফতার করে। যাচাই বাছাই ছাড়া ২২ জনের নামে চার্জশিট দেয়া হলে বিনা অপরাধে ফেঁসে যাবে ১০/১২জন নিরীহ গ্রামবাসি এমন অভিযোগ এলাকাবাসির। রানীনগর থানার এস আই ও মামলার তদন্তকারি কর্মকর্তা  মিজানুর রহমান মিজান জানান, এ মামলার ২২ আসামির মধ্যে প্রধান আসামি সখিন উদ্দিন সহ ৩ জন পলাতক এবং অন্যরা জামিনে রয়েছেন। গ্রামবাসি বলছেন, ফতোয়া দিয়ে অন্যায় করা হয়েছে। কিস্ত হাওয়া বিবির চাল চলন ভাল নয়। গ্রামের দেলেরা বিবি (৩৫) সেলিনা আকতার(২৫) বলেন, হাওয়া এত খারাপ যে ওর জন্য আমরা লজ্জ্বা পাই। না বুঝে ফতোয়া দিয়ে বিপাকে এখন মাতবর প্রধান সহ নিরীহ গ্রামবাসি।যাচাই বাছাই ছাড়া ২২ জনের নামে চার্জশিট দেয়া হলে বিনা অপরাধে ফেসে যাবে ১০/১২জন নিরীহ গ্রামবাসি। এই মামলায় যাচাই বাছাই ছাড়াই গন হারে আসামি করা হয়েছে বলে জানান গ্রামের আসাদুল , ইব্রাহিম হোসেন ও জাহিদুল ইসলাম। তারা বলেন,তার চারিত্রিক ত্রুটির কারনে তার নামে থাকা  বাড়ির সম্পত্তি ছেলেদের নামে লিখে নিয়েছেন পরিবারের লোকজন।গ্রামে সরেজমিন তদন্ত করলে তার স্বরুপ উন্মেচিত হবে। তারা আরো বলেন, হাওয়া বিবি নিরীহ গ্রামবাসিদের আসামি করেই ক্ষান্ত হননি। যারা জামিনে আছেন নিরীহ এই সব গ্রামবাসির বিরুদ্ধে মিথ্যা হুমকি প্রদানের অভিযোগ এনে তাদের জামিন বাতিলের পায়তারা করছেন।অবশ্য হাওয়া বিবি তার বিরুদ্ধে গ্রামবাসির আনা অভিযোগ সত্য নয় বলে দাবি করেন। মামলার তদন্তকারি কর্মকর্তা  মিজানুর রহমান মিজান জানান, তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। শীঘ্রই চার্জশিট দেয়া হবে। ভাগিনার সাথে মোবাইলে কথা বলার অভিযোগ এনে গত ২২ জুলাই  রাতে মসজিদে নামায আদায় শেষে গ্রামের ফতোয়াবাজ সখিন উদ্দিন মাষ্টারের নেতৃত্বে মাতব্বররা হাওয়া বিবি র বাড়ীতে গিয়ে শালিসের নামে জোরপূর্বক তৌবা পরিয়ে হাত বেধে ১০১টি দোররা মেরে তার শরীর ক্ষত বিক্ষত এবং ১০ হাত নাকে ত দিয়ে পানিতে নামিয়ে দেয়।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …