এনবিএনডেক্স: নওগাঁর ধামইরহাটের এক কিশোর ক্যারাম খেলার কথা বলে বাড়ী থেকে বের হয়ে ১২ দিন গত হলে এখনও সে বাড়ী ফিরেনি। জানা যায় উপজেলার দৌলতপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া মোজাফফর হোসেনের পুত্র রতন (১২) গত ১৩ অক্টোবর দিবাগত সন্ধ্যায় ক্যারাম খেলার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়। গভির রাত হলেও রতন বাড়ীতে না ফিরায় স্বজনরা তাকে অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে  ওই ছেলের বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজনদের সাথে যোগাযোগ করেও কোন খোজ খবর মেলেনি। রতনের পরিবার সুত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও সবুজ রঙের চেক র্শাট এবং ধামইরহাটের আঞ্চলিক ভাষায় সে কথা বলে। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৬২৯৭৬৮২১ নং মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে ধামইরহাট থানায় ২২ অক্টোবর ৮১২নং একটি সাধারণ ডায়রী অন্তভুক্ত করা হয়েছে।
 নওগাঁর ধামইরহাটের এক কিশোর ক্যারাম খেলার কথা বলে বাড়ী থেকে বের হয়ে ১২ দিন গত হলে এখনও সে বাড়ী ফিরেনি। জানা যায় উপজেলার দৌলতপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া মোজাফফর হোসেনের পুত্র রতন (১২) গত ১৩ অক্টোবর দিবাগত সন্ধ্যায় ক্যারাম খেলার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়। গভির রাত হলেও রতন বাড়ীতে না ফিরায় স্বজনরা তাকে অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে  ওই ছেলের বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজনদের সাথে যোগাযোগ করেও কোন খোজ খবর মেলেনি। রতনের পরিবার সুত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও সবুজ রঙের চেক র্শাট এবং ধামইরহাটের আঞ্চলিক ভাষায় সে কথা বলে। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৬২৯৭৬৮২১ নং মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে ধামইরহাট থানায় ২২ অক্টোবর ৮১২নং একটি সাধারণ ডায়রী অন্তভুক্ত করা হয়েছে।
নওগাঁ জেলা প্রতিনিধি ঃ নওগাঁর ধামইরহাটের এক কিশোর ক্যারাম খেলার কথা বলে বাড়ী থেকে বের হয়ে ১২ দিন গত হলে এখনও সে বাড়ী ফিরেনি। জানা যায় উপজেলার দৌলতপুর গ্রামের ৬ষ্ঠ শ্রেনীতে পড়–য়া মোজাফফর হোসেনের পুত্র রতন (১২) গত ১৩ অক্টোবর দিবাগত সন্ধ্যায় ক্যারাম খেলার কথা বলে বাড়ী থেকে বের হয়ে যায়। গভির রাত হলেও রতন বাড়ীতে না ফিরায় স্বজনরা তাকে অনেক খোজাখুজি করেও তার সন্ধান পায়নি। পরে ওই ছেলের বন্ধু-বান্ধব, আতœীয়-স্বজনদের সাথে যোগাযোগ করেও কোন খোজ খবর মেলেনি। রতনের পরিবার সুত্রে জানা গেছে, বাড়ি থেকে বের হওয়ার সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও সবুজ রঙের চেক র্শাট এবং ধামইরহাটের আঞ্চলিক ভাষায় সে কথা বলে। কোন সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে ০১৭৬২৯৭৬৮২১ নং মোবাইলে যোগাযোগের জন্য অনুরোধ জানিয়েছেন। এ ব্যাপারে ধামইরহাট থানায় ২২ অক্টোবর ৮১২নং একটি সাধারণ ডায়রী অন্তভুক্ত করা হয়েছে।
 nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
				 
			 
						
					 
						
					 
						
					