হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের হরিপুরে বাড়ী থেকে হারিয়ে যাওয়া মাহাবুর (৭) নামের ১ মাদ্রাসা পড়–য়া ছাত্রের ভাসমান লাশ গ্রামের পাশে নাগর নদী থেকে উদ্ধার করেছে স্বজনরা। সে উপজেলার মারাধার গ্রামের মান্নানের ছেলে ও গেদুড়া মারাধর দাখিল মাদ্রাসার ১ম শ্রেণির ছাত্র। ঘটনাটি ঘটেছে, গতকাল শনিবার সকাল ৭টায় ১নং গেদুড়া ইউনিয়নের মারাধার গ্রামে। নিহতের পরিবার সূত্রে জানা যায়, গত বুধবার দুপুরে বাড়ী থেকে সকলের অগচরে গ্রামের ছেলেদের সাথে নদীতে গোসল করতে গিয়ে বাড়ী না ফিরলে দিনভর অনেক খুঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি। পরদিন শনিবার সকালে আবার খুঁজতে গিয়ে নদীতে ভাসমান লাশ দেখে তাকে পানি থেকে তুলে নিয়ে আসে নিশ্চিত হয় যে তাদের মাহাবুরের লাশ। ছেলের অকাল মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমেছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে