এনবিএনডেক্স ঃ একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদন্ড পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)। তার বয়স হয়েছিল ৯২ বছর। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন বিকালে অবস্থার অবনতি ঘটলে রাতে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। এর পরপরই তার মৃত্যুর গুঞ্জন ছড়িয়ে পড়ে। এর মধ্যে রাত পৌনে ১২টার দিকে হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া সাংবাদিকদের সামনে এসে জামায়াত নেতার মৃত্যুর ঘোষণা দেন। তার বক্তব্য অনুযায়ী, লাইফ সাপোর্টে নেওয়ার আধা ঘণ্টার মধ্যে গোলাম আযমের মৃত্যু হয়। বিএসএমএমইউ-এর উপাচার্য অধ্যাপক প্রাণগোপাল দত্ত বলেছিলেন, একটি স্ট্রোক হওয়ার পর জামায়াত নেতাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। গোলাম আযমের ছেলে আব্দুল্লাহিল আমান আযমী রাত সোয়া ১১টার দিকে দেখে এসে সাংবাদিকদের বলেছিলেন, ‘মনে হল, আমার বাবা আর নাই। নিস্তেজ অবস্থায় আছেন। তবে তার মৃত্যুর বিষয়ে ডাক্তাররা এখনও আমাকে কিছু জানায়নি।’ ওই সময় যোগাযোগ করা হলে ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. ফরমান আলী বলেছিলেন, ‘যেহেতু ডাক্তারদের কাছ থেকে এখনো কোনো ঘোষণা আসেনি, সেহেতু আমি বলতে পারছি না, উনি মারা গেছেন।’ মুক্তিযুদ্ধকালে জামায়াতের আমির বিচারাধীন অবস্থা থেকে এই হাসপাতালে প্রিজন সেলে চিকিৎসাধীন। গত বছর ১৫ জুলাই যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে রায়ের পরও এখানেই ছিলেন তিনি। ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে প্রসিকিউশন ও আসামি পরে আপিলের শুনানির দিন ঠিক হওয়ার একদিন পর গোলাম আযমের অবস্থার অবনতি ঘটার খবর আসে। হাসপাতালের পরিচালক বলেছিলেন, ‘বিকালে তার প্রেসার কমে যায়। এ কারণে ওষুধ দিয়ে প্রেসার স্বাভাবিক রাখা হয়। এক কথায় ওষুধ দিয়ে টিকিয়ে রাখা হয়েছে তাকে।’ বিকাল থেকেই গোলাম আযমের কথা বলায় জড়তা দেখা দেয় বলে মজিদ ভূইয়া জানান। ৪৬৫ দিনেই শেষ ৯০ বছরের কারাদন্ড : মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ৯০ বছর সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমের সাজা ৪৫৬ দিনেই শেষ হয়ে গেল। গতকাল বৃহস্পতিবার রাতে অধ্যাপক গোলাম আযমের মৃত্যুর কারণে তাকে দেওয়া ৯০ বছরের কারাদন্ড ফৌজদারি কার্যবিধির অধীনে ৪৬৫ দিনেই সমাপ্ত হলো। এদিকে গোলাম আযমের মামলার আপিলের শুনানির জন্য আগামী ২ ডিসেম্বর দিন ধার্য করেছিল আপিল বিভাগের ৫ বিচারপতির বেঞ্চ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন আপিল বিভাগের পাঁচ সদস্যের বেঞ্চ আপিল শুনানির জন্য এ দিন ধার্য করে আদেশ দেন। প্রধান বিচারপতি ছাড়া অন্য বিচারপতিরা হলেন বিচারপতি এস কে সিনহা, বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা, বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিক। গত বছরের ১০ আগস্ট গোলাম আযমের দন্ডাদেশ থেকে অব্যাহতি চেয়ে আসামিপ আপিল করে। আপিলে সাড়ে নয় হাজার পৃষ্ঠার মূল ডকুমেন্টে ১০৯টি গ্রাউন্ড আনা হয়েছে। আর মূল আপিল আবেদন ৯৫ পৃষ্ঠার। আবেদনে অ্যাডভোকেট অন রেকর্ড হচ্ছেন জয়নুল আবেদিন তুহিন। মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে জামায়াতের সাবেক আমির গোলাম আযমকে ৯০ বছরের কারাদন্ড দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। চেয়ারম্যান বিচারপতি এ টি এম ফজলে কবীরের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গত বছরের ১৫ জুলাই এ রায় ঘোষণা করেন। গোলাম আযমের মামলায় আসামিপরে ১২ জন সাফাই সাীদের মধ্যে মাত্র ১ জন সাীর (গোলাম আযমের ছেলে ব্রিগেডিয়ার জেনারেল অব. আব্দুল্লাহিল আযমী) জবানবন্দি গ্রহণ করেছে ট্রাইব্যুনাল। অন্যদিকে মামলার তদন্ত কর্মকর্তা (আইও) মতিউর রহমান ও জব্দ তালিকার ৭ সাীসহ গোলাম আযমের বিরুদ্ধে মোট ১৭ জন সাী প্রসিকিউশনের পে স্যা দিয়েছেন। মানবতাবিরোধী ৫ ধরনের অপরাধের সুনির্দিষ্ট ৬১টি ঘটনায় অভিযুক্ত করে ২০১২ সালের ১৩ মে গোলাম আযমের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। গোলাম আযমের বিরুদ্ধে পাঁচ ধরনের অভিযোগ হলো, মানবতাবিরোধী অপরাধ সংঘটনে পাকিস্তানি বাহিনীর সঙ্গে পরিকল্পনা ও ষড়যন্ত্র, সহযোগিতা, উস্কানি, সম্পৃক্ততা ও বাধা না দেওয়া এবং ব্যক্তিগতভাবে নির্যাতন। ২০১২ সালের ১০ জুন তার বিরুদ্ধে ওপেনিং স্টেটমেন্ট উপস্থাপন করে প্রসিকিউশন। ১ জুলাই থেকে শুরু হয় প্রসিকিউশনের সাীদের স্যাগ্রহণ। একই বছরের ১১ জানুয়ারি গোলাম আযমকে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ট্রাইব্যুনালের নির্দেশে গ্রেফতার করা হয়। এর আগে ওই বছরের ৯ জানুয়ারি তার বিরুদ্ধে প্রসিকিউশনের দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয়। মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০১২ সালের ১১ই জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হলে আদালত তার জামিনের আবেদন নাকচ করে দিয়ে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২০১১ সালের ৩১ অক্টোবর গোলাম আযমের বিরুদ্ধে তদন্ত সংস্থা তদন্ত শেষ করেন।
Home / রাজনীতি / গোলাম আযমের ইন্তেকাল!! একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে ৯০ বছরের কারাদন্ড পাওয়া জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযম ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি…রাজেউন)।
আরও পড়ুন...
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …