22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় প্রেমিকের উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা!!

নওগাঁয় প্রেমিকের উপর অভিমান করে কলেজ ছাত্রীর আত্মহত্যা!!

এনবিএনডেক্স ঃ প্রেমিকের উপর অভিমান করে নওগাঁ সরকারী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যয়নরত আয়শা সিদ্দিকা (১৯) নামের এক কলেজ ছাত্রী  নওগাঁ শহরের বাঙ্গাবাড়ীয় এলাকার জেইসি ছাত্রী নিবাসে নিজ শয়ন করে সেলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না জড়িয়ে আত্মহত্যা করেছে। স্থানীয়রা পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তার লাশ উদ্ধার করে। নিহত আয়শা সিদ্দিকা নওগাঁ সরকারী কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের বিজ্ঞান বিভাগের ছাত্রী ও জেলার মান্দা উপজেলার গণেশপুর গ্রামের আজাদ মেম্বারের মেয়ে বলে জানা গেছে। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, একই গ্রামের ইদ্রিস আলীর ছেলে তৌফিক হোসেন ওরফে বিগেন (২২) এর সঙ্গে দীর্ঘদিন থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। উল্লেখ্য তৌফিক ও নওগাঁ সরকারী কলেজের ২য় বর্ষের প্রাণী বিদ্যা বিভাগের ছাত্র। নিহত আয়শার বান্ধবীরা জানায়, গতকাল বুধবার বিকেলে আয়শা সিদ্দিকার সাথে তৌফিকের মোবাইল ফোনে বাকবিতন্ডা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে  ওই দিন বিকালে কাউকে কোন কিছু না বলে আয়শা শয়ন করে দরজা বন্ধ করে দেয়। ওই দিন রাত আনুমানিক ৯ টার দিকে তার সহপাঠীদের ডাকে আয়শা সাড়া না দিলে তাদের সন্দেহ হয়। পরে রাত সাড়ে ৯ টার দিকে থানায় সংবাদ দিলে পুলিশ এসে দরজা ভেঙ্গে আয়শার ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করে। গতকাল বুধবার আয়শার ময়না তদন্ত সম্পন্ন হয়েছে। এ বিষয়ে স্থানীয় গনেশপুর ইউপি চেয়ারম্যান চৌধুরী শফিকুল ইসলাম (বাবলু) এর সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন প্রেমঘঠিত কারনেই আয়শা আত্মহত্যা করেছে। সংশ্লিষ্ট বিষয়ে নওগাঁ সদর মডেল থানায় ইউ,ডি মামলা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …