19 Magh 1431 বঙ্গাব্দ শনিবার ১ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ইনোভেশান ফর স্পট গ্রীন বিডিং কর্মসুচী বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত!!

নওগাঁয় ইনোভেশান ফর স্পট গ্রীন বিডিং কর্মসুচী বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত!!

এনবিএনডেক্স: নওগাঁয় ইনোভেশান ফর স্পট গ্রীন বিডিং কর্মসুচী বিষয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন, আই সিটি বিভাগের যুগ্ম সচিব শ্যামা প্রসাদ বেপারী। গতকাল মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলন কে জেলা প্রশাসন ও গন যোগাযোগ প্রযুক্তি বিভাগ এর আয়োজন করে। জেলা প্রশাসক মোঃ এনামুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম ও নাজনীন হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিষ্টেট মেহেদী উল সহিদ প্রমুখ বক্তব্য রাখেন।

আরও পড়ুন...

নওগাঁয় সীমানা প্রাচীরের দ্বন্দে প্রাচীর ভাংচুর ও মারপিট

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় সীমানা প্রাচীরের বিরোধের জের ধরে ভোগদখলীয় সম্পত্তিতে নির্মাণাধীন ইটের সীমানা প্রাচীর ভাংচুর …