22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর বদলগাছীতে সাংবাদিককে দুর্নীতির তথ্য দেওয়ায় এক যুবককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা!!

নওগাঁর বদলগাছীতে সাংবাদিককে দুর্নীতির তথ্য দেওয়ায় এক যুবককে পিটিয়ে আহত করেছে সন্ত্রাসীরা!!

এনবিএনডেক্স : নওগাঁর বদলগাছীতে সাংবাদিককে তথ্য সংগ্রহে সাহায্য করায়  স্থানীয় একাধিক মামলার আসামী আদম ব্যবসায়ী বিদ্যুৎ নামের এক সন্ত্রাসী  বাশার আহম্মেদ নামের যুবককে পিটিয়ে আহত করেছে। বাশার অভিযোগ করে জানায়  বদলগাছী উপজেলার ভগবনপুর (কলিপাড়া) গ্রামের হাফিজুর মেম্বারের ছেলে বিদ্যুৎ হোসেন পার্শবতী  সাহাপুর ও নন্দাহার গ্রামের সাধারন মানুষের কাছ থেকে  বিদ্যুৎ সংযোগ  দেওয়ার কথা বলে,  এভাবে বুঝায় যে বর্তমান নতুন বিদ্যুৎ সংযোগ ঘুষ ছাড়া নেওয়া সম্ভব নয়,এমপিকে টাকা না দিলে তিনি কখনই আপনাদের আবেদন গ্রহন করবেন না, এছাড়া  সরকারি বরাদ্দ  হলেও পল্লী বিদ্যুৎ ঘুষ ছাড়া কাজ করেনা। আমার সংঙ্গে এমপির  ও বিদ্যুতের লোকজনের ভাল সর্ম্পক আমাকে টাকা পয়সা দিলে আমি আপনাদের কাজ করে দেব । এছাড়া আপনাদের গ্রামে বিদ্যুৎ পাওয়া কোন ভাবে সম্ভব নয় । এভাবে ঐ দালাল গ্রামের নেত্রীস্থানীয় দু-এক জনকে কবজা করে সাহাপুর গ্রামের ৭৩ পরিবারের কাছে আট হাজার টাকা করে মোট পাঁচ ল চুরাআশি এবং নন্দাহার গ্রামের ২৫ পরিবারের দশ হাজার টাকা করে মোট দুই ল পঞ্চাশ হাজার টাকা চুক্তি করে। এলাকাবাসীর অভিযোগের প্রেেিত সরেজমিনে গিয়ে জানা যায় সাংবাদিককে বাশার তথ্য দিয়েছে এমন অভিযোগ এনে  গত শুক্রবার সন্ধায় স্থানীয় পারসোমবাড়ি বাজারে  বিদ্যুৎ নামের ঐ সন্ত্রাসী বাশার আহম্মেদ কে শারিরীক ভাবে মারপিট  করে আহত করে। স্থানীয় লোকজন এসে বাশার  কে আহত অবস্থায় উদ্ধার করে । খবর পেয়ে স্থানীয় বিলাশবাড়ি ইউনিয়ন চেয়ারম্যান ইমরান হোসেন (রতন) সেখানে এসে বাশার আহম্মেদকে উদ্ধার করে। এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান এর সঙ্গে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে জানান সংশ্লিষ্ট বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …