এনবিএনডেক্স : নওগাঁর মান্দায় ৪৮টি কমিউনিটি কিনিকে চার মাস ধরে ওষুধ সরবরাহ করা হয়নি। গত ২০ জুন এসব কিনিকে সরবরাহকৃত মাত্র দুই কার্টুন ওষুধ অল্প দিনের ব্যবধানে শেষ হয়ে গেছে। এতে প্রতিদিন কিনিকে আগত সহস্রাধিক রোগি ওষুধ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরছেন। মুখ থুবড়ে পড়েছে প্রত্যন্ত গ্রামাঞ্চলের চিকিৎসাসেবা। গত বৃহস্পতিবার উপজেলার মাগুরা, দেলুয়াবাড়ি ও গোবিন্দপুর কমিউনিটি কিনিকে গিয়ে দেখা গেছে এসব চিত্র। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা বলছেন, কমিউনিটি কিনিক প্রকল্প কর্তৃপরে নির্দেশনা না থাকায় কিনিকগুলোতে ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে। উপজেলার নলঘৈর গ্রামের মেহের আলী অ্যাজমা, উত্তরকোঁচড়া গ্রামের হামেদা বিবি মাজার ব্যথা, জয়নুর বিবি ও নুর বানু চোখের সমস্যা ও শকিলা খাতুন জ্বরের চিকিৎসা নিতে এসেছিলেন মাগুরা কমিউনিটি কিনিকে। নলঘৈর গ্রামের রেজিয়া বিবি কাশি, কুলসুম বিবি শ্বাসকষ্ট ও তিন বছর বয়সি রুমানার জ্বরের চিকিৎসা নিতে তার মা মিনা বেগমসহ আরো অনেকে এসময় কিনিকে উপস্থিত ছিলেন। আগত এসব রোগিরা জানান, বাড়ির কাছের কিনিকে চিকিৎসা ও ওষুধ দু’টোই পাওয়ায় তাদের আর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে হতো না। সাংসারিক কাজের ফাঁকে কিনিকে এসে সহজেই চিকিৎসাসেবা নিতে পারতেন। বেশকিছু দিন ধরে কিনিকে এসে ওষুধ না পেয়ে খালি হাতে বাড়ি ফিরে যাচ্ছেন তারা। চিকিৎসা নিতে এলেই বলা হচ্ছে ওষুধ নেই। চিকিৎসা নিতে উপজেলার দেলুয়াবাড়ি কমিউনিটি কিনিকে আগত রোগী শিরিনা বিবি, শাহানারা বিবি ও জুলেখা বিবি এবং গোবিন্দপুর কমিউনিটি কিনিকে আগত ছালেমা বিবি, হারেদ আলী ও টমি রানী একই ধরনের অভিযোগ করেন। তারা দাবি করেন, সামান্য অসুখ-বিসুখে তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেতে পারেন না। এসব রোগের চিকিৎসা নিতে হাসপাতালে যেতে পরিবহন ভাড়া ও সময় দু’টোই নষ্ট হয়ে থাকে। কিনিকে এসে ওষুধ না পাওয়ায় হতাশা ব্যক্ত করেন তারা। মাগুরা কমিউনিটি কিনিকের হেলথ কেয়ার প্রোভাইডার রাসেল রানা জানান, গত ২০ জুন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দুই কার্টুন ওষুধ পেয়েছেন তিনি। এ কিনিকে প্রতিদিন ২৫ থেকে ৩০ জন রোগি চিকিৎসাসেবা নিয়ে থাকেন। জুন মাসের সরবরাহকৃত ওষুধ দিয়ে আগত রোগিদের মাত্র একমাস চিকিৎসাসেবা দেয়া সম্ভব হয়েছে। তিনি আরো জানান, কিনিকে ওষুধ না থাকায় প্রতিদিন চরম বিড়ম্বনায় পড়তে হচ্ছে। বর্তমানে সেবামূলক পরামর্শ দিয়ে রোগিদের বিদায় করছেন। অনেককে চিরকুটে ওষুধ লিখে বাজার থেকে কিনে খাবার পরামর্শ দেয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। দেলুয়াবাড়ি কিনিকের সিএইচপিসি রোজিমা খাতুন ও গোবিন্দপুর কিনিকের সিএইচপিসি শিউলি খাতুন জানান, কিনিকে আগত রোগিদের তুলনায় ওষুধ সরবরাহ খবুই অপ্রতুল। চাহিদামতে প্রতিমাসে অন্তত এক কার্টুন করে ওষুধ সরবরাহ প্রয়োজন বলে মন্তব্য করেন তারা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা এটিএম মোকারম হোসেন জানান, গত ২০ জুন উপজেলার ৪৮টি কমিউনিটি কিনিকে দুই কার্টুন করে ওষুধ দেয়া হয়েছে। আপদকালিন সময়ের জন্য এক কার্টুন করে মজুদ রাখা হয়েছে। কিন্তু কমিউনিটি কিনিক প্রকল্প কর্তৃপরে নির্দেশনা না থাকায় মজুদ ওষুধগুলো সরবরাহ করা সম্ভব হচ্ছে না। গত ২৪ সেপ্টেম্বর জেলা সমন্বয় সভায় বিষয়টি উত্থাপন করা হলেও কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন তিনি।
Home / স্বাস্থ্য / রোগীদের ভোগান্তি চরমে নওগার মান্দায় কমিউনিটি কিনিকে চার মাস ধরে ওষুধ সরবরাহ নেই!!
আরও পড়ুন...
নওগাঁয় করোনা ভাইরাসে আরও ১ জনের মৃত্যু ঃ সর্বমোট মৃত্যু ২২ জনঃ নতুন আক্রান্ত ১০ জন ঃ সর্বমোট আক্রান্ত ১৩৭৪
এন বিএন ডেক্সঃ নওগাঁ জেলায় নতুন করে ১০ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আরও …