22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর রাণীনগরে কারাদন্ড প্রদান এবং মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক!!

নওগাঁর রাণীনগরে কারাদন্ড প্রদান এবং মাদকদ্রব্যসহ স্বামী-স্ত্রী আটক!!

এনবিএনডেক্স: নওগাঁর রাণীনগরে গতকাল শুক্রবার অনুমানিক সন্ধ্যা ৭টার সময়ে থানা পুলিশ কর্তৃক মাদক সেবনের দায়ে ৪ জনকে ভ্রাম্যমান আদালতের ৭দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান এবং মাদকদ্রব্য বিক্রয়ের সময় স্বামী-স্ত্রী কে আটক করেছে। রাণীনগর থানার এস আই সুমন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাণীনগর রেল ষ্টেশনের পাশে মাদক সেবনের সময় উপজেলার গেীড়দিঘী গ্রামের গোপাল চন্দ্র সরকারের ছেলে গোবিন্দ চন্দ্র সরকার (৩৫), একই গ্রামের গোকুল চন্দ্র সরকারের ছেলে সুধীর চন্দ্র (২২), বেলঘড়িয়া গ্রামের  আবুল হোসেনের ছেলে সোহেল (২২) এবং দনি রাজাপুর গ্রামের মোস্তফা মিনার ছেলে খোরশেদ আলম (২৭) কে আটক করে ভ্রাম্যমান আদালতে সোপর্দ করলে আদালতের বিজ্ঞ বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী প্রত্যেককে ৭ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। অপরদিকে একই দিনে গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর উপজেলার রামরায়পুর গ্রামের মৃত- আফসার প্রামানিকের ছেলে  মাদক ব্যবসায়ী মান্নান হোসেন (৪৫) এবং তার স্ত্রী মোর্শেদা বেগম (৩৮) কে উপজেলার চকাদিন আলোপাড়া মোড়ে মাকদ দ্রব্য বিক্রয় করার সময় আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে অর্ধ-কেজি গাঁজা, ১০লিটার চোলাই মদ ও ১২ বোতল এ্যালকোহল উদ্ধার করা হয়েছে বলে রাণীনগর থানার এস আই সুমন কুমার জানান।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …