22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় ৯শ শিক-কর্মচারীর মানবেতর জীবনযাপন এমপিওভুক্ত হয়নি ৭৬টি শিাপ্রতিষ্ঠান!!

নওগাঁয় ৯শ শিক-কর্মচারীর মানবেতর জীবনযাপন এমপিওভুক্ত হয়নি ৭৬টি শিাপ্রতিষ্ঠান!!

এনবিএনডেক্স:  নওগাঁর ধামইরহাট উপজেলায় ১৫টি ও মান্দা উপজেলায় ৬১টি শিাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। এতে ৯ শতাধিক শিক/কর্মচারী মানবেতর জীবনযাপন করছে। ধামইরহাটে হয়নি কোন কলেজ মাদ্রাসা, ও মাধ্যমিক স্কুল সরকারিকরণ। দীর্ঘ দেড় যুগ পার হয়ে গেলেও এমপিওভুক্ত হয়নি ধামইরহাটের ১৫টি প্রতিষ্ঠান। বেতনের অভাবে অনেক শিক অন্যপেশায় চলে যাচ্ছেন। অর্থাভাবে ইতিমধ্যে কয়েকটি প্রতিষ্ঠান বন্ধ হয়ে পড়েছে। আরও কয়েকটি বন্ধের উপক্রম হয়ে পড়েছে। ধামইরহাট উপজেলা মাধ্যমিক শিা অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ১৫টি শিাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত হয়নি। জুনিয়র দাখিল মাদ্রাসা, জুনিয়র স্কুল শাখা, এমপিওভুক্ত হলেও মাধ্যমিক স্তর ও কলেজ শাখা আজও বঞ্চিত রয়েছে। এসব প্রতিষ্ঠান হচ্ছে রসপুর দাখিল মাদ্রাসা, ফতেপুর জুনিয়র হাইস্কুল, পোড়ানগর মডেল কলেজ, আগ্রাদ্বিগুন কলেজ, ধামইরহাট টেকনিক্যাল বিজনেস ম্যানেজমেন্ট কলেজ, ধামইরহাট মহিলা কলেজ, রঘুনাথপুর কামিল মাদ্রাসা, ধামইরহাট ফাজিল মাদ্রাসা, বড়থা ফাজিল মাদ্রাসা, গাংরা আলিম কারিগরি শাখা, শিশু দাখিল মাদ্রাসার বিজ্ঞান শাখা, আগ্রাদ্বিগুন বালিকা মাধ্যমিক বিদ্যালয় শাখা, দেবীপুর মাধ্যমিক বিদ্যালয় শাখা, ভাতগ্রাম মাধ্যমিক বিদ্যালয়। এদিকে অর্থাভাবে রসপুর দাখিল মাদ্রাসা, ধামইরহাট টেকনিক্যাল কলেজ ও ইসবপুর মডেল কলেজ চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। আগ্রাদ্বিগুণ কলেজের অবস্থা অত্যন্ত নাজুক। ধামইরহাট আলিম মাদ্রাসা এমপিওভুক্ত হলেও ১২ বছর ধরে বঞ্চিত রয়েছে ফাজিল শাখা। এছাড়া উপজেলার সদর মহিলা কলেজের উচ্চ মাধ্যমিক শাখা এমপিওভুক্ত হলেও ডিগ্রী শাখা বঞ্চিত রয়েছে। এসব প্রতিষ্ঠানে শতাধিক শিক কর্মচারী মানবেতর জীবন যাপন করছেন। এগুলো এমপিওভুক্ত না হলে অর্থাভাবে যে কোন সময়ে কার্যক্রম বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে। নওগাঁর মান্দায় এমপিওভুক্তি হয়নি উপজেলার ৬১টি শিা প্রতিষ্ঠান । উপজেলার মাধ্যমিক অফিস সুত্রে জানা গেছে উপজেলার ৬১টি শিা প্রতিষ্ঠান দীর্ঘদিনেও এমপিওভূক্ত হয়নি। সংশ্লিষ্ট সূত্র জানায়, অন্ততপে ৩০টি প্রতিষ্ঠানের অবস্থা নাজুক। অচিরেই এসব প্রতিষ্ঠান এমপিওভুক্ত না হলে বন্ধ হয়ে পড়বে। সূত্রমতে আরও জানা যায়, বেতনভাতার অভাবে ইতিমধ্যে ৮টি প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ হয়ে পড়েছে। এগুলি হচ্ছে অন্ধারিয়া পাড়া নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, তালপাতিলা নিম্নমাধ্যমিক বালিকা বিদ্যালয়, শ্যামপুর নিম্নমাধ্যমিক বিদ্যালয়, বৈলশিম নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, চকরঘুনাথ দাখিল মাদ্রাসা, গোবিন্দপুর দাখিল মাদ্রাসা, পলাশবাড়ী দাখিল মাদ্রাসা এবং দণি মৈনম মাদ্রাসা।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …