এনবিএনডেক্স: নওগাঁর রাণীনগর উপজেলা সদরে ১নং রাণীনগর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী করে সংকটের কারণে একই শ্রেণীতে ১০২জন শিার্থী গাদাগাদি করে পাঠ গ্রহণ করছে। এতে ব্যাহত হচ্ছে কোমলমতি শিশুদের পরিচ্ছন্ন ও মনোরম পরিবেশে পাঠ গ্রহণ । এই বিদ্যালয়টিতে প্রতিদিন মোট ৫৪৪ জন শিার্থী পাঠ গ্রহণ করে। বিদ্যালয়টিতে করে সংকটের কারণে বিদ্যালয় কর্তৃপ বিদ্যালয়টির উত্তর দিকে অবস্থিত দীর্ঘদিনের পরিত্যাক্ত ভবনের দরজা, জানালা ও উপরের ছাউনির টিন নষ্ট হয়ে যাওয়া ঝুঁকিপূর্ণ ভবনের নষ্ট পরিবেশের তিনটি কে পাঠদান করাতে বাধ্য হচ্ছেন। সরকারের প হতে দীর্ঘদিন পর অরতি বিদ্যালয়টিকে প্রাচীর দিয়ে সুরতি করলেও ভিতরে পরিত্যক্ত ভবনে জীবনের ঝুঁকি নিয়ে অরতি অবস্থায় পাঠ গ্রহণ করতে বাধ্য হচ্ছে ছাত্র-ছাত্রীরা। একই শ্রেণীতে অধিক সংখ্যক শিার্থীকে একই সঙ্গে পাঠদান করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্ট শিকদের। বিদ্যালয়টিতে মাত্র ২টি টয়লেট যার একটি শিকদের আর অপরটি শিার্থীদের। এতে বাধ্য হয়ে টয়লেটের অভাবে শিার্থীদের প্রকৃতির কাজ সম্পন্ন করতে হয় বিদ্যালয়টির আনাচে-কানাচে। আর নষ্ট হচ্ছে বিদ্যালয়টির সুস্থ পরিবেশ। বিদ্যালয়টির এহেন অবস্থায় অনেক সচেতন পরিবার তাদের সন্তানকে ঐতিহ্যবাহী এই মডেল বিদ্যালয়ে ভর্তি না করে বেশি অর্থ ব্যয় করে ভর্তি করছে স্থানীয় প্রাইভেট (কেজি) বিদ্যালয় গুলোতে। বিদ্যালয় সূত্রে জানা,উপজেলার এই স্বনামধন্য মডেল বিদ্যালয়টির যাত্রা শুরু হয় ১৯৩৭ সালে সে সময়ের স্থানীয় শিানুরাগী ব্যক্তিদের সহায়তায় মাটির ক’টি ক নিয়ে । এখনও প্রতি বছর সমাপনি পরীায় ও বৃত্তি পাওয়ার েেত্র শত ভাগের গৌরব ধরে রেখেছে ঐতিহ্যবাহী এই মডেল বিদ্যালয়টি। বিদ্যালয়টির এই পরিত্যাক্ত ভবনটি ভেঙ্গে নতুন করে ভবন তৈরি করা হলে বিদ্যালয়টির ক সংকট সমস্যার সমাধান হবে বলে অভিভাবক মহলের দাবী। এই বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক অমল চন্দ্র সরকার জানান, বিদ্যালয়টি শ্রেনী করে অভাবে দীর্ঘদিনের পুরাতন ঐতিহ্য হারাতে বসেছে। আমি ও বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্যগণ একাধিকবার উপর মহলে লিখিত অভিযোগ দিয়েছি তবুও কোন লাভ হয়নি। এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিা কর্মকর্তা মজনুর রহমান জানান, বিদ্যালয়টির এই পরিত্যক্ত ভবন ভেঙ্গে নতুন ভবন ও টয়লেট তৈরি করার জন্য জেলা অফিস বরাবর লিখিত আবেদন দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরুল ইসলাম পাটওয়ারী জানান, বিদ্যালয়টির সকল সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপকে ব্যবস্থা নেয়ার জন্য অনুরোধ করা হয়েছে।
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …