1 Joishtho 1431 বঙ্গাব্দ বুধবার ১৫ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ১৮০৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জনকে আটক করেছে পুলিশ!!

নওগাঁয় ১৮০৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ ২ জনকে আটক করেছে পুলিশ!!

এনবিএনডেক্স ঃ নওগাঁয় ১৮০৩ বোতল ফেন্সিডিলসহ ট্রাকের চালক ও হেলপারকে গ্রেফতার করেছে পুলিশ। নওগাঁর সহকারী পুলিশ সুপার (হেড কোয়াটার) মহসীন আলী জানান, গতকাল বুধবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে ট্রাক যোগে ফেন্সিডিলের ১টি বড় চালান ঢাকার উদ্দেশ্যে যাচ্ছে। এ তথ্য পেয়ে সহকারী পুলিশ সুপার মহসীন আলীর নেতৃত্বে ট্রাফিক পুলিশের টিএসআই হায়দার, ডিবি পুলিশের এস,আই আরিফ ও এ,এস,আই মিজানসহ সঙ্গীয় ফোর্স নিয়ে নওগাঁ শহরের বাইপাস সড়কের জলিল চত্বর থেকে একটি ট্রাক (যার নং-গাজীপুর-ট-০২০৬৩) সন্দেহ হলে থামানোর সিগন্যাল দিলে ট্রাকটি সিগন্যাল না মেনে দ্রুত গতিতে পালানোর চেষ্টা করলে পুলিশ পিছনে ধাওয়া করলে কয়েক কিলোমিটার দুরে গিয়ে বেডো হাসপাতালের সামনে ট্রাকটির চালক ও হেলপারসহ আটক করতে সম হয়। ওই ট্রাকে বস্তা ভর্তি ১৮০৩ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। আটককৃতরা হলো ট্রাক চালক পাবনা জেলার বেড়া থানার চাকলা গ্রামের শাহজাহানের পুত্র রবিউল ইসলাম ওরফে বাবু (২৩) ও হেলপার সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বড় বাচড়া গ্রামের শাহাজান আলীর পুত্র সেলিম হোসেন ওরফে রুবেল (২০)। এ ব্যাপারে ট্রাফিকের টিএসআই হায়দার আলী বাদী হয়ে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে নওগাঁ সদর মডেল থানায় ১টি মামলা করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …