এনবিএন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুরে বিষাক্ত চোলাই মদ পানে ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ মদ পানের ঘটনায় কমপে আরো ৮ জন অসুস্থ্য অবস্থায় রয়েছে। বিষাক্ত চোলাই মদ পানে হতাহতের এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে। এসব মর্মান্তিক হতাহতের ঘটনাটি ঘটেছে উপজেলার ভীমপুর ইউনিয়নের রসুলপুর আদিবাসী পল্লীতে এবং তেজপাইন গ্রামে। জানা গেছে, বিষাক্ত মদপানে অসুস্থ অবস্থায় তেজপাইন গ্রামের রাইকান্ত মন্ডলের ছেলে শীতেন্দ্রনাথ মন্ডলকে (৩২) গতকাল শনিবার সকালে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। এছাড়াও চোলাই মদ পানে অসুস্থ্য রসুলপুর আদিবাসী পল্লীর মৃত বুলু পাহানের ছেলে উপেন পাহান (৩৩) ও যদু পাহানের ছেলে বালকচাঁদ পাহানকে (৩৫) গত ৯ এবং ১০ অক্টোবর রাতে মহাদেবপুর উপজেলা হাসপাতালে নেয়ার পথে তাদের মৃত্যু হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র ও থানার নওহাটা পুলিশ ফাড়ির ইনচার্জ এস আই আব্দুল হান্নান ও স্থানীয় বাসিন্দারা জানান, লক্ষ্মীপূজা উপল্েয গত ৯ অক্টোবর সন্ধ্যায় অকালে মৃত্যুর কোলে ঢলে পড়া ওই তিন যুবকসহ ১০/১১ আদিবাসী। চোলাই মদ পানে মৃত্যুর কোলে ঢলে পড়া ওই তিন যুবকের অপর সঙ্গী রসুলপুর গ্রামের মাল পাহান (৩২) ও নির্মল পাহানসহ (৩৫) কমপে আরো ৮ জন অসুস্থ্য অবস্থায় রয়েছে। ভীমপুর ইউপি চেয়ারম্যান রামপ্রসাদ ভদ্র জানান, চোলাই মদপানে অসুস্থ্য যুবকদের চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে। থানা পুলিশ ওইসব লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ মর্গে প্রেরণ করেছে।#
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …