এনবিএন ডেক্স: নওগাঁর আত্রাইয়ে সূতিজাল উচ্ছেদকে কেন্দ্র করে পাইকড়া ও বাজেধনেশ্বর গ্রামবাসী মাঝে উত্তেজনা বিরাজ করছে। পাইকড়া গ্রামের কতিপয় ব্যক্তি বাজেধনেশ্বর গ্রামের শিার্থীদের স্কুল কলেজে যাওয়া বন্ধ করে দিয়েছে বলে ওই গ্রামের শিার্থী অভিভাবকরা গত রোববার আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি দিয়েছে। জানা গেছে, বাজেধনেশ্বর গ্রামের মধ্যদিয়ে প্রবাহিত জলাশয়ে পাইকড়া গ্রামের কতিপয় ব্যক্তিরা সূতিজাল স্থাপন করে। সে সূতিজাল বাজেধনেশ্বর গ্রামের লোজনের সহযোগিতায় আত্রাই থানা পুলিশ উচ্ছেদ করে। এ সূতিজাল উচ্ছেদ করার পর থেকে বাজেধনেস্বর গ্রামের শিার্থীদের স্কুল কলেজে যেতে নানাভাবে বাধাগ্রস্ত করছে।
পাইকড়া বড়াইকুড়ি উচ্চ বিদ্যালয়ের শিার্থী ১০ম শ্রেণীর সুলতানা, ৯ম শ্রেণীর হিরা, ৭ম শ্রেণীর রিদিকা ও একাদশ শ্রেণীর হাফিজা খাতুন জানায়, গত এক সপ্তাহ ধরে তারা শিা প্রতিষ্ঠানে যেতে পারেনি। বাজেধনেশ্বর গ্রামের শিার্থী অভিভাবক আজিজুল মন্ডল, আব্দুস সালাম, আব্দুর রহিম, রশিদুল ইসলাম জানান, সূতিজাল উচ্ছেদকে কেন্দ্র করে পাইকড়া গ্রামের কতিপয় ব্যক্তি এ বিরোধ সৃষ্টি করে।
এদিকে গত রোববার দুপুরে বাজেধনেস্বর গ্রামের শত শত শিার্থী, অভিভাবক ও গ্রামবাসী উপজেলা পরিষদ চত্বরে সমবেত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি পেশ করেন। এ ব্যাপারে আত্রাই উপজেলা নির্বাহী অফিসার হেমন্ত হেনরী কুবি বলেন, বিরোধ নিষ্পত্তির জোর প্রচেষ্টা চলছে। আশা করি এ বিরোধ আর থাকবে না।
Home / শিক্ষা / সূতিজাল উচ্ছেদ কে কেন্দ্র করে নওগাঁর আত্রাইয়ে দুই গ্রামবাসীর বিরোধে শিার্থীদের কলেজে যাওয়া বন্ধ
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …