এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় যৌতুকের দাবীতে গতকাল বৃহস্পতিবা ভোর রাতে স্ত্রী শিরিন আকতারকে পিটিয়ে হত্যা করেছে পাষন্ড স্বামী।
স্থানীয় ও নিহতের পারিবারিক সুত্রে জানা গেছে, জেলার মান্দা উপজেলা চকভবানী গ্রামের লয়েজ উদ্দিন ওরফে তোতা মিয়ার ছেলে আনোয়ার হোসেন ৬/৭ বছর পূর্বে লাধিক টাকা যৌতুক নিয়ে একই গ্রামের আক্কাছ আলীর কন্যা শিরিন আকতার (২৬) এর সাথে বিয়ে হয়। যৌতুকের দাবীকৃত টাকা পরিশোধের পরেও সামান্য একটি আংটির জন্য প্রায়ই মারধর করত স্ত্রী শিরিন কে। গতকাল বুধবার ওই আংটির জন্য স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ বাদলে পাষন্ড স্বামী আনোয়ার তার স্ত্রী শিরিন কে বেদম মারধর করে। এর জের ধরে ওই রাতেই আবারও মারপিট করলে শিরিন মৃত্যুর কোলে ঢলে পড়ে। আনোয়ার স্ত্রী অসুস্থ বলে শ্বশুড় বাড়ীতে অন্যের মাধ্যমে খবর দিলে তারা এসে বাড়ীর অদুরে মাটিতে ধুলাবালি মাখা শিরিন কে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে। মৃতের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের মারাত্বক চিহ্ন আছে। নিহতের পরিবারের দাবী শিরিনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। পুলিশ কে সংবাদ দিলে পুশিল লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ঘটনার পর থেকে স্বামী আনোয়ার ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে। এ ব্যাপারে থানায় একটি মামলা হয়েছে।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …