এনবিএন ডেক্স: নওগাঁ জেলা মাধ্যমিক শিা অফিসার মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ বলেছেন, শিা জাতীর মেরুদন্ড। শিা ছাড়া কোন দেশ ও জাতী উন্নত ও অগ্রসর হতে পারে না। শিকরাই শিার মেরুদন্ড। শিক ছাড়া কোন প্রকার শিা হতে পারে না। শিক বাঁচলে, দেশ বাঁচবে ও শিা বাঁচবে। দেশ ও শিাকে বাচাতে জাতীকে সুশিায় শিতি করতে শিকদেরকে অগ্রনী ভূমিকা পালন করতে হবে। তিনি আজ বুধবার নওগাঁ জিলা স্কুল মিলনায়তনে মাল্টিমিডিয়া কাশরুম ব্যবহার নিশ্চিতকরন ও শিার গুনগত মান বৃুদ্ধি শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। সদর উপজেলা মাধ্যমিক শিা অফিসার ওয়াসিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বলিহার ডিগ্রী কলেজের অধ্য আবু নাসের আহমেদ, জেলা মাধ্যমিক শিক সমিতির আহবায়ক মাষ্টার হাফিজুর রহমান, সেন্ট্রাল গার্লস হাইস্কুলের প্রধান শিক এস,এম মোসলেম উদ্দীন প্রমুখ বক্তব্য রাখেন। সভায় সদর উপজেলার সকল কলেজ, উচ্চ বিদ্যালয় ও মাদ্রাসার প্রধানগন উপস্থিত ছিলেন।
আরও পড়ুন...
নওগাঁয় শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা
এন বিএন ডেক্সঃ নওগাঁয় কোভিড-১৯ সময়ে প্রাথমিক শিক্ষার গুণগত মানোন্নয়ন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। …