এনবিএন ডেক্স: নওগাঁয় চার দিন ব্যাপী আয়কর মেলার উদ্বোধন করা হয়েছে। নওগাঁ শহরের গীতাঞ্জলী শপিং কমপ্লেক্সে আয়কর বিভাগ নওগাঁ এই আয়কর মেলার আয়োজন করে। গতকাল বুধবার বেলা ১২ টায় নওগাঁ জেলা পরিষদের প্রশাসক এ্যাড. একেএম ফজলে রাব্বী প্রধান অতিথি হিসেবে চার দিন ব্যাপি আয়কর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
আয়কর বিভাগ নওগাঁর সহকারী কর কমিশনার মোঃ এনামুল কবিরের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে নওগাঁর জেলা প্রশাসক মোঃ এনামুল হক এবং পুলিশ সুপার মোঃ কাইয়ুমুজ্জামান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় নওগাঁ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজ পরিচালক এসএ খালেক এবং এ্যাড. সালাহ উদ্দিন মিন্টু উপস্থিত ছিলেন।
আয়কর মেলায় নওগাঁ কর বিভাগের ৩টি সার্কেলের ৩টি ষ্টল প্রদান করা হয়েছে। সোনালী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের একটি ষ্টলে সরাসরি কর গ্রহন করা হচ্ছে। বিকেল পর্যন্ত মোট ১৬৭ জন করদাতা ৬ লাখ ৪২ হাজার টাকা কর প্রদান করেছেন।
আরও পড়ুন...
নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত
নওগাঁ প্রতিনিধিঃ “সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বিনির্মাণে-মান”এ প্রতিপাদ্যে নওগাঁয় বিশ্ব মান দিবস পালিত হয়েছে। …