এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগরের মিরাট ইউনিয়নে ভিজিডি কার্ডধারী দুঃস্থ মহিলাদের মধ্যে গম বিতরণে ব্যাপক দুর্নীতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। কার্ডধারীদের ওজনে কম দিয়ে অবশিষ্ট গম বিক্রি করে টাকা ভাগ-বাটোয়ারা করে নিয়েছে ওই ইউপি’র সচিব ও মেম্বররা। আর এসব অভিযোগের জন্য ইউপি সদস্যরা খোদ চেয়ারম্যানকে অভিযুক্ত করেছেন। এ ঘটনা নিয়ে এলাকার জনমনে প্রশ্নবিদ্ধ দেখা দিয়েছে।
সরেজমিন গিয়ে জানা গেছে, মিরাট ইউনিয়নে মোট ২০৪ টি ভিজিডি কার্ডের বিপরীতে ৩০ কেজি করে গম বরাদ্দ হয়েছে। গতকাল বুধবার ওই ইউনিয়নের প্রতিটি কার্ডধারীদের সকাল ১১টায় ধনপাড়া জামালগঞ্জের মোড়ে আওয়মীলীগের দলীয় কার্যালয়ে গম বিতরণ করা হয়। ৩০ কেজি করে গম বিতরণ করার কথা থাকলেও ২২-২৪ কেজি গমের বেশি কেউই পায়নি। এবিষয়ে চরকানাই গ্রামের কার্ডধারী আকলিমা বিবি কার্ড নং ৯৯, আরজিনা খাতুন কার্ড নং ১০০, জালালাবাদ গ্রামের শরিফা বিবি কার্ড নং ৮২, মিরাট গ্রামের রুবি খাতুন কার্ড নং ১৫, লাকী বানু কার্ড নং ২৪ ও কনৌজ গ্রমের মনোয়ারা বিবি কার্ড নং ১৯৬ তারা জানান, প্রতিটি কার্ডে ৩০ কেজি করে গম দেওয়ার কথা থাকলেও ইউপি সচিব এবং মেম্বররা তাদের বিতরণ করছেন ২২- ২৪ কেজি করে গম। ভুক্তভোগীরা বলেন, গত মাসেও একই পরিমাণ চাল পেয়েছি।
গম বিতরণকালে ওই ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ অফিসারের সাাত পাওয়া না গেলেও ইউপি সচিব আবু তাহেরের নেতৃত্ত্বে কয়েকজন ইউপি সদস্য ও গ্রাম পুলিশ সদস্যরা ভিজিডি কার্ডধারীদের নিকট ওজনে কম দিয়ে গম বিতরণ করছেন। গম বিতরণকালে ইউপি সদস্য মোহাম্মদ আলী, মোহাম্মদ আলম, আলী হোসেন ও সখিমুদ্দিন সখাসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে ইউপি সদস্য মোহাম্মদ আলম জানান, প্রথমে ২২ কেজি ও পরে ২৭ কেজি করে গম বিতরণ করা হয়েছে। ওজনে কম দিয়ে অবশিষ্ট গম বিক্রি করে টাকা ভাগ- বাটোয়ারা করে নেওয়ার ব্যাপারে মুঠোফোনে প্রশ্ন করা হলে তিনি তা এড়িয়ে যান।
ইউপি সচিব আবু তাহের ২২ কেজি করে গম বিতরণের কথা স্বীকার করে এ প্রতিবেদকে বলেন, খাদ্য গুদাম থেকে গম কম দেওয়ায় আমরা কার্ডধারীদের কিছুটা ওজনে কম করে গম বিতরণ করেছি।
ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি বলেন, ভিজিডি’র গম বিতরণের সময় আমি ছিলাম না। ইউপি সচিব ও মেম্বররা ওজনে কম দিয়ে গম বিতরণ করেছেন বলে আমি শুনেছি। ইতোপূর্বেও ভিজিডি’র চাল অথবা গম বিতরণে একই ধরণের ঘটনা ঘটেছে। আমি বার বার উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি অবগত করেছি কিন্তু কোন ফল হয়নি।
রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মনিরুল ইসলাম পাটোয়ারী মুঠোফোনে জানান, ভিজিডি’র গম ওজনে কম করে বিতরণের ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন...
নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫
এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …