15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর ধামইরহাটে কলেজ ছাত্রীকে অপহরণকালে চার যুবক আটক

নওগাঁর ধামইরহাটে কলেজ ছাত্রীকে অপহরণকালে চার যুবক আটক

এনবিএন ডেক্স: নওগাঁর ধামইরহাটে খাতিজাতুল কোবরা নামের এক কলেজ ছাত্রীকে অপহরণকালে মাইক্রোবাসসহ চার যুবককে আটক করেছে এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ মাইক্রোবাসসহ চার যুবককে আটক করেছে। এ ব্যাপারে মেয়ের বাবা বাদী হয়ে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে।
জানা গেছে, উপজেলার গুন দেশাহার গ্রামের মোঃ আব্দুল খালেকের মেয়ে খাতিজাতুল কোবরা (১৭) ও তার সহপাঠি মোহাম্মদ আলী পতœীতলা উপজেলার কৃঞ্চপুর ডিগ্রী কলেজ থেকে গত মঙ্গলবার বিকেলে বাড়ী ফেরার পথে দেবীপুরের অদূরে বালকা মাঠ নামক স্থানে আসা মাত্র অপরিচিতি একটি মাইক্রোবাস (মৌলবীবাজার-চ-১১০০২৮) থেকে ৪ জন যুবক মেয়েটিকে জোর পূর্বক গাড়ীতে তুলে নেয়ার চেষ্টা করে। এ সময় খাতিজাতুন কোবরা ও তার সহপাঠি মোহাম্মদ আলীর সাথে তাদের ধস্তাধস্তির এক পর্যায়ে মেয়েটির চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। পরবর্তীতে লোকজন সংঘবদ্ধ হয়ে মাইক্রোসহ চার যুবককে আটক করে।
আটককৃত যুবকরা হলো-পতœীতলা উপজেলার নান্দুরা গ্রামের মৃত ইয়াছিন আলীর ছেলে মোঃ এনামুল হক রুপম (২২), বড় মাহারন্দি গ্রামের আব্দুর রশিদের ছেলে মোঃ বুলবুল হোসেন, মাইক্রোবাস চালক ধনজয় গ্রামের সিরাজ উদ্দিনের ছেলে মোঃ আমিনুর রহমান (২৩), মাইক্রোবাসের হেলপার শিবপুর গ্রামের আবু তাহেরের পুত্র মোঃ আল আমিন (২০)।
খাতিজাতুল কোবরা কৃঞ্চপুর ডিগ্রী কলেজের একাদশ মানবিক বিভাগের ছাত্রী বলে জানা গেছে। এ ব্যাপারে ধামইরহাট অফিসার ইনচার্জ মীর্জা মোঃ আব্দুস সালাম বলেন, খাতিজাতুল কোবরার বাবা মোঃ আব্দুল খালেক বাদী হয়ে চার জন কে আসামী করে থানায় একটি অপহরণ মামলা দায়ের করেছে।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …