7 Falgun 1431 বঙ্গাব্দ বুধবার ১৯ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / সাতক্ষীরায় ১০ মণ মধুসহ দুই ব্যবসায়ী আটক

সাতক্ষীরায় ১০ মণ মধুসহ দুই ব্যবসায়ী আটক

সাতক্ষীরা প্রতিনিধি: দশ মণ মধুসহ দুই মধু ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ । আজ শুক্রবার সাড়ে ১২টার দিকে সাতক্ষীরার  সদর উপজেলার থানাঘাটা গ্রাম থেকে আটক  করা হয়। এসময় তাদের কাছ থেকে  দুইড্রাম ভর্তি মধু ও মধু তৈরীর সরঞ্জম  উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে, থানাঘাটা গ্রামের সুমন গাজী (২৫) ও  শ্যামনগর উপজেলার গাবুরা গ্রামের হান্নান গাজী (৩০) । সাতক্ষীরা সদর থানার ভার প্রাপÍ কর্মকর্তা ওসি গোলাম রহমার সত্যতা স্বীকার করে   জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় স্ত্রী হত্যার অভিযোগে স্বামী আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁয় স্ত্রীকে হত্যার অভিযোগে রেজাউল করিম (৩৮) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫ …