26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সাতক্ষীরায় কিশোর কিশোরী বেতার শ্রোতা কাব বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত

সাতক্ষীরায় কিশোর কিশোরী বেতার শ্রোতা কাব বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত


সাতক্ষীরা প্রতিনিধি ॥ সাতক্ষীরায় কিশোর-কিশোরী বেতার শ্রোতা কাব বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় বাংলাদেশ বেতার খুলনার পরিচালক মোঃ বশির উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। তিনি বলেন, “কিশোর-কিশোরীরাই আগামী দিনের ভবিষ্যত। বাংলাদেশ বেতারের এই কর্মসূচি কিশোর-কিশোরীদের দক্ষতা বাড়াবে। খুলনা বেতার ও ইউনিসেফের সহায়তায় সাতীরায় ৮০টি কাবের মাধ্যমে এ কার্যক্রম শুরু করা হবে। প্রতিটি কাবে ১৪-১৯ বছর বয়সী কিশোর-কিশোরীদের অংশগ্রহণে ১৫-২৫ জনের সমন্বয়ে সদস্য থাকবে। এ কাবের মাধ্যমে কিশোর কিশোরীরা উন্নয়নমূলক বিভিন্ন বার্তা বিনোদনের মাধ্যমে দেয়া এবং ফিডব্যাক তথা ফলাবর্তনে মাধ্যমে মতামত গ্রহণ করতে পারবে। ফলে কিশোর-কিশোরীদের নেতৃত্বের বিকাশ ঘটবে।” অবহিতকরণ সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আছাদুজ্জামান বাবু। এছাড়া মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন সাতক্ষীরা প্রেসকাবের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান উজ্জল, এটিএন বাংলার জেলা প্রতিনিধি এম কামরুজ্জামান, আবু আফফান রোজ বাবু প্রমুখ। সভায় পাওয়ার পয়েন্টের মাধ্যমে বেতার কার্যক্রমের বিস্তরিত তথ্য উপস্থাপন করেন খুলনা বেতারের সহকারী পরিচালক মামুন আখতার। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন লুবনা হাসনা ফারুক মিষ্টি।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …