এনবিএন ডেক্স: নওগাঁয় গোল্ডেন এ প্লাস কোচিং সেন্টারের পরিচালকের নির্যাতনে কেডি স্কুলের ১০ম শ্রেনীর মেধাবী ছাত্র সোহানুর রহমান শান্ত আতœহত্যা করেছে বলে জানা গেছে।
গত শনিবার শহরের কেডির মোড়ে গোল্ডেন এ প্লাস কোচিং সেন্টারে খাস নওগাঁ মহল্লার সোলায়মান আলীর একমাত্র ছেলে সোহানুর রহমান শান্ত প্রতিদিনের ন্যায় কোচিং সেন্টারে আসে। সহপাঠিদের সঙ্গে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সহপাঠিরা মিথ্যে ভাবে ওই কোচিং সেন্টারের পরিচালক বদরুজ্জামান সবুজ এর নিকট নালিশ দেয়। পরিচালক সবুজ প্তি হয়ে শান্তকে বেদম মারপিট করে গুরুতর আহত করে। আহত করেও ান্ত হয়নি তাকে কোচিং থেকে বের করে দিবে বলে শাসিয়ে দেয় এবং বিষয়টি তার পিতার নিকট মোবাইল ফোনে অবগত করে। এসময় তার বাবা সোলায়মান আলী ও মা বাহিরে ছিলেন। সহপাঠিদের মিথ্যে ঘটনায় এত বড় শাস্তিতে ােভে অপমানে বাসায় এসে শান্ত ডাইনিং টেবিলের উপরে চড়ে বাসার ফ্যানের সাথে ওড়না পেচিয়ে সন্ধ্যার পূর্বে আতœহত্যা করে। শান্তর বাবা কলেজ থেকে দ্রুত চলে এসে দেখে দরজা খোলা শান্ত ডাইনিং রুমের ফ্যানের সাথে ঝুলে আছে। প্রতিবেশীদের ডেকে শান্তকে নামিয়ে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে। এদিকে ঘটনার পর থেকে কোচিং সেন্টারের পরিচালক সবুজ তার স্ত্রী সন্তান নিয়ে ভাড়া বাসায় তালা ঝুলিয়ে পলাতক রয়েছে। এ ব্যাপারে তার মোবাইল ফোনে বার বার ফোন করেও ফোন বন্ধ থাকায় তাকে পাওয়া যায়নি। তার মৃত্যুতে গতকাল রবিবার সকালে নওগাঁ সরকারী কেডি উচ্চ বিদ্যালয় বন্ধ ঘোষনা করা হয়।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …