27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সন্ত্রাসী কায়দায় নওগাঁয় মুক্তিযোদ্ধার ২৭টি আমগাছ কর্তন

সন্ত্রাসী কায়দায় নওগাঁয় মুক্তিযোদ্ধার ২৭টি আমগাছ কর্তন

এনবিএন ডেক্স:
নওগাঁর সাপাহারে আনারপুর গ্রামে পুর্ব শত্রুতার জের ধরে রাতের অন্ধকারে প্রতিপরে লোকজন এক মুক্তিযোদ্ধার ২৭টি আমগাছ কেটে নিয়ে গেছে। গত শুক্রবার দিবাগত রাতে ঘটনাটি ঘটেছে।
জানা গেছে, ওই গ্রামের মুক্তিযোদ্ধা লতিফর রহমান আনারপুর মৌজায় প্রায় ৫২ শতক জমির উপর আম বাগান ও ধান চাষাবাদ করে ভোগদখল করে আসছিল। একই গ্রামের আমির উদ্দীন ওই জমির ভূয়া দলিল সৃষ্টি করে মালিকানা দাবী করলে এনিয়ে আদালতে মামলা চলে আসছিল। ঘটনার দিন শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে প্রতিপ আমির উদ্দীন ও তার দুই ছেলে ফজলুর রহমান, মাসুদ রানা’র হুকুমে পোরশার নিতপুর থেকে ট্রাক যোগে দেশী অস্ত্রে সজ্জিত হয়ে শতাধিক ভাড়াটিয়া লাঠিয়াল ওই বাগানে প্রবেশ করে। এ সময় তারা বাগানের চার বছর বয়সের ২৭টি আমগাছ কেটে ফেলে ও েেতর আমন ধান বিনষ্ট করে প্রায় ৫৪ হাজার টাকার সম্পদ তি সাধন করে।
এ বিষয়ে সাপাহার থানার ওসি নূর ইসলাম জানান, ঘটনাটি লোকমুখে শুনেছি। এখনও কোন অভিযোগ হাতে পাইনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …