হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের হরিপুর থানা পুলিশ চুরি যাওয়া মটর সাইকেল উদ্ধার করে মামলার হাত কাটা আসামী রফিজুল ইসলাম (৪২) কে পাবনা আমিনপুর থানা সদর এলাকা থেকে গ্রেপ্তার করেছে।
জানা যায়, গতমাসে উপজেলার খোলড়া গ্রামে আনোয়ার হোসেন (বাচ্চু) এর বাড়ীর গ্রীল কেটে ১৩৫ সিসি ডিসকোভার মটর সাইকেল চুরি হয়। এ বিষয়ে তিনি বাদী হয়ে হরিপুর থানায় একটি মামলা করে। থানা পুলিশ দীর্ঘ এক মাস অভিযান চালিয়ে গত বৃহস্পতিবার রাত্রে বাচ্চুর বাড়ীর পার্শ্বে আমবাগান থেকে পরিত্যাপ্ত অবস্থায় গাড়ী উদ্ধার করে। হরিপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান বলেন, আমারা গোপন সংবাদে আসামীর সন্ধান পেলে গত শুক্রবার থানার এস.আই নির্মলসহ সঙ্গীয় পুলিশ দিয়ে মাইক্রোবাস যোগে পাবনা আমিনপুর থানায় পাঠায়। সেখানে গিয়ে থানার সহযোগীতায় গোপন আস্তানায় অভিযান চালিয়ে আসামীর বাম হাত ত অবস্থায় তাকে গ্রেপ্তার করে গত শনিবার সকালে থানায় নিয়ে আসা হয়। তাকে জিজ্ঞাসাবাদে এলাকায় মটর সাইকেল চুরির সঙ্গবদ্ধ চক্রের অনেক তথ্য পাওয়া গেছে বলে তিনি জানান।
উল্লেখ্য যে, গত ২৮ আগষ্ট খোলড়া গ্রামে আঃ ওহাব আলীর বাড়ীতে মটর সাইাকেল চুরির ঘটনায় গৃহকর্তার ছোড়ার আঘাতে চোরের হাত কর্তন হলে চোর পালিয়ে যায়। পরদিন এ সংবাদ পত্রিকায় প্রকাশিত হয়। চোর গুরুতর জখম অবস্থায় গোপনে চিকিৎসা নিয়ে এলাকার বিভিন্ন স্থানে অবস্থান করলে সে ধরা পড়ে।