27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / বঙ্গবন্ধু একটা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন …. ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি

বঙ্গবন্ধু একটা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন …. ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি


এনবিএন ডেক্স: নওগাঁর-৩ আসনের সাংসদ মো: ছলিম উদ্দিন তরফদার সেলিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু একটা সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। কিন্তু সেই স্বপ্ন পুরন হতে দেয়নি পাকিস্থানী রাজাকার আলবদর বাহীনিরা। রাজাকার বাহীনিরা তা রুখতে পারেনি।
তিনি আরও বলেন, বঙ্গবন্ধর সুনামধন্য কন্যা দেশনেন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ। যারা ডিজিটা কে ব্যঙ্গ করেছিল তারা দেখুন আওয়ামীলীগ সরকার একটি সোনার ডিজিটাল বাংলা গড়েছে। এ সরকার ধীরে ধীরে দেশকে উন্নয়ন করে চলেছে। ুদা দারীদ্রমুক্ত একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ গড়তে চলেছে। তিনি নওগাঁর মহাদেবপুর উপজেলার খেজুর ইউনিয়নে ৭টি গ্রামে বিদ্যুতায়নের উদ্বোধন করার সময় প্রধান অতিথি হিসিবে একথাগুলো বলেন।
শুক্রবার দুপুরে খেজুর ইউনিয়নে এলাকাবাসী এর আয়োজন করে। জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম ময়েনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলার আওয়ামীলীগের সভাপতি মঞ্জুরুল আলম মঞ্জু, কৃষি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান ধলু, যুগ্ম সাধারন সম্পাদক অজিত কুমার মন্ডল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক বদিউজ্জামান, তথ্য ও গবেষনা সম্পাদক বাবুল চন্দ্র ঘোষ, কৃষকলীগের সভাপতি প্রভাত কুসুম ব্যনার্জী,:খেজুর ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন, সদস্য এমদাদুল হক, স্বেচ্ছা সেবক লীগ কাউসার, যুবলীগের সভাপতি রেজাউনবী আনছারী বাবু, ছাত্রলীগের আহ্বায়ক জুয়েলসহ অঙ্গসংগঠনের প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি সুইচ টিপে ৭টি গ্রামে ৫৫৮জন গ্রাহকে বিদ্যুৎ লাইন সংযোগের উদ্বোধন করেন।#

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …