20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় বিএনপির দু’গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়া আহত-১: পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

নওগাঁয় বিএনপির দু’গ্র“পের ধাওয়া-পাল্টা ধাওয়া আহত-১: পাল্টাপাল্টি কমিটি ঘোষণা

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে গত মঙ্গলবার বিএনপির উপজেলা কাউন্সিল করা নিয়ে দু’গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ায় ১ জন আহত হয়েছে। দুই গ্র“প পৃথক সমাবেশ করে পাল্টাপাল্টি কমিটি ঘোষণা করেছে। ধাওয়া-পাল্টা ধাওয়ার মধ্য দিয়ে উপজেলা বিএনপির দু’ গ্র“পের ত্রি-বার্ষিক কাউন্সিল হওয়ায় স্থানীয় নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে চরম উত্তেজনা। ঐদিন দুপুরে স্থানীয় কমিউনিটি সেন্টারে উপজেলা বিএনপির এক গ্র“পের আহবায়ক জাতীয় সংসদের সাবেক ডেপুটি স্পীকার আলহাজ্ব আখতার হামিদ সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আবু বক্কর সিদ্দিক। সেখানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সদস্য জালাল আহমেদ বকুল, জেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক শহিদুল ইসলাম টুকু, নওগাঁ পৌর মেয়র নাজমুল হক সনি প্রমুখ। উক্ত অনুষ্ঠানে মহাদেবপুর উপজেলা চেয়ারম্যান আঃ সাত্তার নান্নুকে সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান সাজ্জাদ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। বিএনপির একটি গ্র“পের নেতৃত্বদানকারী ফজলে হুদা বাবুলের নেতাকর্মীরা নির্বাচন ছাড়া ওই পকেট কমিটি ঘোষণার প্রতিবাদ জানালে সাবেক ডেপুটি স্পীকারের গ্র“পের নেতাকর্মীদের সাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় মতিউর রহমান মতি আহত হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়।
এদিকে ওই পকেট কমিটি ষোষণার প্রতিবাদে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ফজলে হুদা বাবুলের সমর্থকরা ঐদিন বিকেলে মহাদেবপুর প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সভা করে উপজেলা বিএনপির পাল্টা কমিটি ঘোষণা করেছে। জাসাস নেতা আঃ সালামের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই প্রতিবাদ সভায় অন্যান্যের মধ্যে বিএনপি নেতা চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তার, রবিউল আলম বুলেট, সুলতান মামুনুর রশিদ, হাতুড় ইউপির সাবেক চেয়ারম্যান আঃ মতিন, এনামুল হক সরদার, আঃ সামাদ প্রমুখ বক্তব্য রাখেন। সমাবেশে চান্দাস ইউপি চেয়ারম্যান আঃ সাত্তারকে সভাপতি, মতিউর রহমান মতিকে সাধারণ সম্পাদক এবং আঃ মতিনকে সাংগঠনিক সম্পাদক করে ১০১ সদস্য বিশিষ্ট পাল্টা কমিটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …