19 Agrohayon 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ৩ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁয় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: টাকার বিনিময়ে রফা!!

নওগাঁয় ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু: টাকার বিনিময়ে রফা!!

এনবিএন ডেক্স: নওগাঁ শহরের একটি প্রাইভেট ক্লিনিকে ভুল চিকিৎসায় এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত্রী অনুমানিক ১১টার সময় নওগাঁ শহরস্থ রুবির মোড় এলাকার প্রাইম ল্যাব এ্যান্ড হাসপাতালে ।
জানা যায়, পার্শ্ববর্তী জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার তিলকপুর বাজার এলাকার প্রবাসী বাবুর কন্যা খুশি (১০) চিকিৎসার জন্য নওগাঁ প্রাইম ল্যাব এ্যান্ড হাসপাতালে ভর্তি করালে ঐ প্রাইভেট ক্লিনিকের স্বাত্ত্বাধীকারী ডা: ইসকেন্দার হোসেন পরীক্ষা নিরিক্ষা করে বলেন, রোগীর আপেনটিসাইটিস হয়েছে জরুরী অপারেশন করাতে হবে। এতে রোগীর লোকজন মত দিলে গত বৃহস্পতিবার ডা: ইসকেন্দার হোসেন নিজে এবং অপর এক ডাক্তারের সহযোগীতায় অপারেশন করেন। কিন্তু ত্র“টি পূর্ণ অপারেশনের কারণে পরদিন শুক্রবার রাতে রোগীর মৃত্যু হয়। এবিষয়ে ডা: ইসকেন্দার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, অপারেশনে কোন ভুল ছিল না। এটা একটা দুঘর্টনা বলা যেতে পারে। মৃতের পরিবারের সদস্যদের সাথে কথা বললে প্রথমে তারা আইনী সহয়তা চায় কিন্তু সারা রাত লাশের দাম রশি টানাটানি করে পরে মোটা টাকার বিনিময়ে ক্লিনিক কর্তপক্ষের কাছে ম্যানেজ হয়ে যায়। সংশ্লিষ্ট বিষয়ে নওগাঁ জেলার সিভিল সার্জন ডা: আলাউদ্দীনের সাথে কথা বললে তিনি জানান, বিষয়টি তিনি শুনেছেন। ঘটনাটি তদন্তের জন্য একটি টিম গঠন করে প্রতিবেদন মোতাবেক আইনগত ব্যবস্থা নেয়া হবে।
উল্লেখ্য, উক্ত ক্লিনিকে এধরনের দূঘর্টনা প্রায়ই হয় বলে স্থানীয় সূত্রে জানা যায়।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …