21 Chaitro 1431 বঙ্গাব্দ শুক্রবার ৪ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / রাস্তার অবস্থা যেন রবিন্দ্রনাথের ছোট নদী ১০ সহস্রাধিক মানুষ দূর্ভোগের শিকার॥

রাস্তার অবস্থা যেন রবিন্দ্রনাথের ছোট নদী ১০ সহস্রাধিক মানুষ দূর্ভোগের শিকার॥

এনবিএন ডেক্স: আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে বৈশাখ মাসে তার হাটুজল থাকে। ঠিক একই অবস্থা নওগাঁজেলার মান্দা উপজেলার পরানপুর ইউপির জনগুরুত্ব পূর্ণ একটি সড়ক দেখে মনে হয় রবিন্দ্রনাথের সেই ছোট নদী। এই সড়কে ৫-৬ হাজার কৃষক,ঐতিহাসিক মান্দার বিল নামক মাঠ থেকে ফসল আনা নেওয়ার কাজে ব্যবহার করে থাকে। এই ইউনিয়নে সনামধন্য পরানপুর কামিল মাদ্ররাসা, গোপালপুর হাইস্কুল, পরানপুর প্রাথমিক বিদ্যালয়,কমিনিটি ক্লিনিক, ইউনিয়ন পরিষদ এছাড়া নওগাঁর জেলার মধ্যে শিক্ষক চাকুরী জীবির সংখ্যা এই ইউনিয়নে সবচেয়ে বেশি, এছাড়া মান্দা থানার ব্যবসায়ী কেন্দ্রস্থল গোপালপুর হাট ও বাজার প্রসিদ্ধ হওয়ার সুবাদে ঠাকুর মান্দা, গাবতলী,চকসিতা,চেরাগপুর,হরিপুর,দরগাপাড়া,বিলযাওনিয়া,গ্রাম গুলোর হাটুরিয়া লোকেরা চাংগির ঘাট থেকে খাজার মোড় হয়ে গোপালপুর বাজারে যাতায়াত করায় এই সড়কটি বড়ই গুরুত্বপূর্ণ। প্রতিদিন শিক্ষা প্রতিষ্ঠান গামী  ছাত্র, ছাত্রী, কৃষক,হাটুরে,লোকজন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, দোকানীদের ঐ সড়কে হাটুর কাপড় উচিয়ে দৃষ্টিকটু অবস্থায় যাতায়াত করতে হয়। ভুক্ত ভোগী এলাকাবাসী মোস্তাক আলী (কৃষক) ফয়েজ উদ্দিন (কৃষক) নজরুল ইসলাম পল্লী চিকিৎসক,স্থানীয় ইউপি সদস্য সজিব জানায় আকাশের বৃষ্টি হলেই পানি জমে উঠে খাজার মোড় থেকে চাংগির ঘাট পর্যন্ত রাস্তা চলাচলের অযোগ্য হয়েপড়ে। স্কুল মাদ্ররাসা গামী ছাত্র ছাত্রীদের এই রাস্তায় জলাবদ্ধতার কারণে পা-পিছলে বই পত্র জামা কাপড় ভিজে বাড়ী ফিরে যেতে হয় অনেক সময়। ফলেই শিক্ষা ক্ষেত্রে খতিগ্রস্ত হয় তারা। জলাবদ্ধতার কারণে আব্দুল মান্নানের রাইসমিলের দেওয়াল ধসে পড়ে। লোকজন না আসতে পারায় তার রাইসমিল বন্ধ হয়েযায়। রওসন আলী মুদি দোকানদার, ইব্রাহিম,খুরশেদ,জাইদুল ও লিটনের দোকান ঘরের নিচে কমর পানি হওয়ায় দোকান গুলো বন্ধ থাকায় মানবেতর জীবন যাপন করছে তারা। আরও জানান বাবা খাজার মোড় থেকে চাংগির ঘাট পর্যন্ত ২ কিঃ মিঃ রাস্তা ১০০০ হাজার ফিট ড্রেনের অভাবে মূলত পানি নিস্কাসনের পথ না থাকায় এই জন দূর্ভোগের সৃষ্টি হয়েছে। ছোট ছোট স্কুল গামী ছাত্র ছাত্রী ও ছোট বাচ্চাদের নিয়ে পিতা মাতাদের পানিতে ডুবে ক্ষতিগ্রস্ত হওয়ার দুশ্চিন্তায় দিন রাত কাটে। এই রাস্তাটি উপরোক্ত কারণে বড় জনগুরুত্বপূর্ণ গ্রামীন একটি সড়ক। হাজারবছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, স্বাধীন সোনার বাংলার রুপকার, জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমানের সুযোগ্য তনয়া, ডিজিটাল বাংলাদেশের স্বপ্নদ্রোষ্টা, জন নেত্রী শেখ হাসিনার সুযোগ্য, মাননীয় সড়ক ও যোগাযোগ মন্ত্রী,জনাব ওবায়দুলকাদের এর আসু হস্থক্ষেপের মাধ্যমে জরুরী ভিত্তিতে দশ সহস্রাধিক মানুষের মৌলিক অধিকার বাস্তবায়োনের মাধ্যমে জীবন যাত্রার মান উন্নয়নের স্বপ্ন দেখছে ভুক্তভোগী অবহেলিত এই এলাকার গণমানুষ।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …