6 Srabon 1432 বঙ্গাব্দ সোমবার ২১ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁর সাপাহারে নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেতে মা-বাবার আকুতি

নওগাঁর সাপাহারে নিখোঁজ প্রতিবন্ধী ছেলেকে ফিরে পেতে মা-বাবার আকুতি


এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহারে মোস্তাকিন (নেচড়– পাগলা) (১৬) নামের এক প্রতিবন্ধী ছেলে রহস্য জনক ভাবে নিখোঁজ হয়েছে। গত সোমবার বিকেলে জিরো পয়েন্ট এলাকা থেকে সে নিখোঁজ হয়। এ বিষয়ে গত বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় থানায় একটি সাধারণ ডায়রী হয়েছে।
জানা গেছে, মোস্তাকিন উপজেলার মানিকুড়া গ্রামের আব্দুল মতিন এর ছেলে। তার গায়ের রং ফর্সা, হালকা পাতলা গড়নের প্রতিবন্ধী ছেলেটি হারিয়ে যাওয়ার সময় তার গায়ে ছিল হলুদ রঙের ফুল সার্ট ও পরনে ছিল থ্রী কোয়াটার প্যান্ট, প্রতিবন্ধী ছেলেটির সাথে কেউ কথা বললে সে শুধু সাপাই ও আব্বা কথাটি বলতে পারে। নিম্মোক্ত মোবাইল নম্বারে ছেলেটির সন্ধান দেয়ার জন্য তার পিতা-মাতা সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন। মোবাইল নম্বার-০১৭৫০-৩১২৭৩০, ০১৭১২-৩৮৩০০১

আরও পড়ুন...

নওগাঁয় মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যানের ১৮তম মৃত্যুবার্ষিকী পালিত

নওগাঁ প্রতিনিধিঃ মাইটিভির ব্যবস্থপনা পরিচালক ও চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর মাতা ও মাইটিভির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান …