27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / হরিপুরে ফেন্সিডিলসহ ২ যুবক আটক

হরিপুরে ফেন্সিডিলসহ ২ যুবক আটক

 

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ হরিপুর থানা পুলিশ ১২৫ সিসি হোন্ডা ও ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করেছে। এরা হলো, ঠাকুরগাঁও জেলার সদর থানার হরিনারায়নপুর গ্রামের সফিজুল ইসলামের ছেলে সাইদ ওরফে ইশা (২২) ও সুলতানের ছেলে রহমত (২৫)।
জানা যায়, হরিপুর থানা অফিসার ইনচার্জ মজিবুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরী মোড় নামক স্থানে শুক্রবার ভোররাতে অভিযান চালিয়ে একটি ১২৫ সিসি হোন্ডা ও ফেন্সিডিলসহ ২ যুবককে আটক করে তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশী করে ১১৮ বতল ভারতীয় ফেন্সিডিল পায়। এবিষয়ে হরিপুর থানায় মাদক আইনে মামলা করে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে অফিসার ইনচার্জ মজিবুর রহমান জানায়।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …