এনবিএন ডেক্স ঃ নওগাঁয় লাইসেন্স ছাড়াই রক্ত সংগ্রহ ও বিক্রয়ের দায়ে শহরের প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটালের ২৫হাজার টাকা এবং অপরিষ্কারের অভিযোগে উত্তরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনিষ্ট সেন্টারের ৫হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদলত।
গতকাল বুধবার রাত ৯টার দিকে জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হাসান এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। এ সময় নওগাঁর সিভিল সার্জন ডা. মোঃ আলাউদ্দিনসহ প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে নওগাঁর সিভিল সার্জন ডা. মোঃ আলাউদ্দিন ও জেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট ফিরোজ হাসান জানান, নীতিমালা অনুযায়ী লাইসেন্স ব্যতিত কোন প্রতিষ্ঠান রক্ত সংগ্রহ ও বিক্রয় কোন ভাবেই করতে পারবে না। কিন্তু শহরের রুবির মোড় এলাকার প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটাল সম্পুর্ন অবৈধভাবে দীর্ঘদিন ধরে এ ব্যাবসা চালিয়ে আসছিল। সংশ্লিষ্ট বিষয়ে একটি অভিযোগ পেয়ে তাৎক্ষনিক ওই ল্যাবে অভিযান চালানো হয়। সে সময় রক্ত সংগ্রহ ও প্রদানের কোন অনুমতিপত্র দেখাতে পারেনি ক্লিনিক কর্তৃপক্ষ। এজন্য তাদের ২৫হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে শহরের উত্তরা ক্লিনিক এ্যান্ড ডায়াগনিষ্ট সেন্টার অপরিষ্কার পরিবেশে সেবা প্রদানের কাজ চালিয়ে আসছে। যা একটি ক্লিনিকের কাছে কোনভাবেই প্রত্যাশা করা যায় না। এ কারণে ওই ক্লিনিকের কাছ থেকে ৫হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
উল্লেখ্য, সম্প্রতি প্রাইম ল্যাব এ্যান্ড হসপিটালে ভুঁয়া ডাক্তার রেখে চিকিৎসা করার অভিযোগে নওগাঁ ভ্রাম্যমান আদালত ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেন। এছাড়া উক্ত হসপিটালের সত্ত্বধিকারী ডাক্তার ইসকেন্দার হোসেনের বিরুদ্ধে এক প্রসূতির অপচিকিৎসায় মৃত্যুর অভিযোগে নওগাঁ আদালতে একটি মামলা বর্তমানে বিচারাধীন আছে।
আরও পড়ুন...
নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার
এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …