20 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / পুলিশ কর্মকর্তাসহ চারজন ক্লোজড- নওগাঁর মান্দায় চালককে খুন করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় আটক-২

পুলিশ কর্মকর্তাসহ চারজন ক্লোজড- নওগাঁর মান্দায় চালককে খুন করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় আটক-২

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় চালককে খুন করে অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় ৩ জনকে আটক করছে পুলিশ। গত সোমবার গভীররাতে উপজলোর দেলুয়াবাড়ি ও কর্তিলী গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদিকে দায়িত্ব অবহেলার অভিযোগ এনে থানার সহকারী উপ-পরির্দশকসহ ৩ পুলিশ কনস্টেবলকে নওগাঁ পুলিশ লাইনে ক্লোজ করে নেয়া হয়েছে। মান্দা থানার তদন্ত ইন্সপেক্টর (ওসি) আব্দুর রাজ্জাক জানান, চালককে খুন করে সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়। এরা হলো, উপজেলার দেলুয়াবাড়ি গ্রামের চাঁন মন্ডলের ছেলে উজ্জল হোসেন (৩০), কর্তিলী গ্রামের মৃত নজিবুল্লার ছেলে আব্দুর রাজ্জাক ভুট্টো (৩৫) ও আমির উদ্দিনের ছেলে আব্দুল হামিদ (৪৫)। এদের মধ্যে জিজ্ঞাসাবাদ শেষে আব্দুর রাজ্জাক ভুট্টোকে ছেড়ে দেয়া হয়েছে। অপর দুইজনকে জিজ্ঞাসাবাদ করে গত সোমবার নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে তিনি জানান।
এদিকে গত শনিবার গভীর রাতে হত্যাকান্ড ও অটোরিক্সা ছিনতাইয়ের ঘটনায় থানার সহকারী উপ-পরির্দশক চাঁদ আলী, কনস্টেবল আমিরুল ইসলাম, কনস্টেবল আব্দুর রাজ্জাক ও কনস্টেবল আনছার আলীকে ক্লোজ করে নেয়া হয়েছে। থানা সূত্রে জানা গেছে, ঘটনার রাতে এএসআই চাঁদ আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম মান্দা ফেরিঘাট থেকে সাবাইহাট র্পযন্ত মহাসড়কে টহলরত অবস্থায় এ খুন ও ছিনতাইয়ের ঘটনায় দায়িত্ব অবহলোর অভিযোগ এনে নওগাঁ পুলিশ সুপার কাইয়ুমুজ্জামান খানের নির্দেশে তাদের পুলিশ লাইনে ক্লোজ করে নেয়া হয়েছে।
উল্লেখ্য যে, গত রোববার সকালে মান্দা উপজলোর দেলুয়াবাড়ি দাখিল মাদরাসার অদুরে নওগাঁ-রাজশাহী মহাসড়করে পশ্চিম পাশে বুড়ির বিলের একটি পটলক্ষেতে অটোরক্সিা চালক জিয়াউর রহমান ওরফে জিরুর (৩৫) এর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত জিরু রাজশাহীর কেশরহাট পৌরসভা এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …