এনবিএন ডেক্স ঃ নওগাঁ চেম্বার অব-কমার্স এ্যান্ড ইন্ডাষ্ট্রিজের দ্বি-বার্ষিক নির্বাচনের ভোট গ্রহন আগামী শনিবার। ইতোমধ্যেই প্রচার-প্রচারনায় মুখরিত হয়ে পড়েছে জেলার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। জেলার ব্যবসায়ী নের্তৃবৃন্দরা চেম্বারের প্রতিনিধি নির্বাচিত হতে প্রত্যক্ষ ভোটে নেমেছেন প্রায় ৯ বছর পর। ১৬টি পদের বিপরীতে দুটি প্যানেলে প্রার্থী হয়েছেন ৩০জন ব্যবসায়ী। প্যানেল দুটি হলো সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ এবং ব্যবসায়ী ঐক্য পরিষদ। এরই মধ্যে গত মঙ্গলবার সন্ধ্যায় নওগাঁ মডেল প্রেসক্লাবের সাথে এক মতবিনিময় সভায় সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ তাদের নির্বাচনী ইসতেহার ঘোষনা করেছেন। এই প্যানেলের নের্তৃত্বে রয়েছেন চেম্বারের বর্তমান সভাপতি মোহাম্মদ আলী দ্বীন।
মতবিনিময় সভায় তাদের নির্বাচনী ইসতেহার তুলে ধরে তিনি বলেন, চেম্বারের প্রতিনিধি একটি গুরুত্বপূর্ন পদ। জেলার ব্যবসা প্রতিষ্ঠানগুলোর প্রসার ঘটানোর লক্ষ্যেই সঠিক নেতৃত্বকে বেছে নিতে হবে। সরকারী ও বেসরকারী এজেন্সি সমূহে দায়িত্বশীল ও বলিষ্ঠ অংশীদ্বারিত্ব গড়ে তোলা হবে। এছাড়া এফবিসিসিআই-এ এনসিসিআই প্রতিনিধিত্ব বাড়ানো, সদস্য ব্যবসায়ীদের পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষন, জেলার উপজেলাগুলোতে স্বল্প সুদে ঋন প্রদানকারী ব্যাংক স্থাপনে সহযোগিতা, সদস্যদের সন্তানদের শিক্ষা অনুদান প্রদান, নারী উদ্যোক্তা সৃষ্টি ও নওগাঁ বিসিককে সম্প্রসারিত ও যুগপোযোগী করে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে তাদের। বিগত দিনে ক্ষুদ্র ও মাঝারী ব্যবসায়ীদের প্রসারে ব্যাপক কাজ করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশের ধান-চাল উৎপাদনকারী সবচেয়ে বড় জেলা নওগাঁ। সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদ প্যানেল নির্বাচিত হতে পারলে এই শিল্পের প্রসারে ব্যাপক পদক্ষেপ নেবেন তারা। মত বিনিময় সভায় প্যানেলের অন্যান্য নেতৃবৃন্দ ও নওগাঁ মডেল প্রেসক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
Home / সারাদেশ / নওগাঁয় চেম্বারের প্রতিনিধি নির্বাচন সম্মিলিত শিল্প ও ব্যবসায়ী পরিষদের নির্বাচনী ইসতেহার ঘোষনা
আরও পড়ুন...
নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …