সাতক্ষীরা প্রতিনিধি: সরকারি কর্মচারীরা জীবনের অর্ধেক সময় দেশ ও দশের সেবা দিয়ে অবসরে যান। অবসর জীবনে প্রকৃতির নিয়মে বার্ধক্যে উপনীত হন তারা। তাদের ছেলে-মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত করার লক্ষ্যে এ শিক্ষাবৃত্তি। এ শিক্ষা বৃত্তির মাধ্যমে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারীদের কিছুটা প্রতিবন্ধকতা দূর হবে সুতরাং তাদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মায়ের সেবা করতে হবে।” সোমবার বিকাল ৫টায় বাংলাদেশ অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার উদ্যোগে শিক্ষাবৃত্তি ও এককালীন অনুদান প্রদান অনুষ্ঠানে অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সভাপতি জিয়াউদ্দীন আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমুল আহসান এসব কথা বলেন। এছাড়া আরো বক্তব্য রাখেন, অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার সাধারন সম্পাদক গোলাম রব্বানী, সহ সভাপতি নজরুল ইসলাম, মোজাম্মেল হক, কোষাধ্যক্ষ মোহাম্মাদ আলী ছিদ্দিকী প্রমুখ। অনুষ্ঠানে ২১ জন শিক্ষার্থীর মধ্যে শিক্ষাবৃত্তি বাবদ ৬০,৫০০/- এবং চিকিৎসা/অনুদান বাবদ ৬০,০০০/- প্রদান করা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক শেখ তৌহিদুর রহমান ডাবলু, অবসর প্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতি সাতক্ষীরা জেলা শাখার নির্বাহী সদস্য , আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ, আলহাজ্ব রওশন আলী প্রমুখ।
Home / সারাদেশ / শিক্ষার্থীদের নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে বাবা মায়ের সেবা করতে হবে….জেলা প্রশাসক নাজমুল আহসান
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …