19 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / রাজশাহী / নওগাঁয় বাসদ নেতা দেবাশীষ রায়ের মুক্তির দাবীতে মানব বন্ধন

নওগাঁয় বাসদ নেতা দেবাশীষ রায়ের মুক্তির দাবীতে মানব বন্ধন


এনবিএন ডেক্স: বাসদের রাজশাহী জেলা আহ্বায়ক এবং তেল, গ্যাস ও খনিজ সম্পদ রক্ষা জাতীয় কমিটির জেলা সদস্য সচিব দেবাশীষ রায়ের নিঃশর্ত মুক্তি দাবিতে নওগাঁয় মানব বন্ধন করেছে জেলা সিপিবি-বাসদ। রবিবার বেলা ১১টা থেকে ঘন্টাব্যাপী শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এ মানব বন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন চলাকাল সময়ে জেলা বাসদের সমন্বয়ক জয়নাল আবেদীন মকুলের সভাপতিত্বে জেলা সিপিবির সভাপতি প্রদ্যুৎ ফৌজদার, বাসদ জেলা সদস্য কালিপদ সরকার, সাংস্কৃত্কি ব্যক্তিত্ব রতন সাহা রঘু, জেলা সমাজতান্ত্রিক ছাত্রফন্টের সভাপতি জয়ন্ত বর্মন, উদিচি ফোরামে আতিক রহমান প্রমূখ বক্তব্য রাখেন। বক্তারা জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হঠাৎ করে ফি বৃদ্ধি করা এবং নাইট কোর্সের নামে শিক্ষাকে বাণিজ্যিকীকরণের প্রতিবাদে আন্দোলন করায় দেবাশীষ রায়কে গ্রেফতার করা হয়। দেবাশীষ রায়কে অন্যায় ভাবে গ্রেফতার করায় নিঃশর্ত মুক্তির দাবী জানানো হয়।

আরও পড়ুন...

নওগাঁ সুষ্ঠু আইন শৃঙ্খলা ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার লক্ষ্যে মতবিনিময় সভা

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁ ফ্যাসিবাদি স্বৈরাচার প্রতিরোধ, দুর্নীতিবাজ, ভূমিদস্যু, মাদক সিন্ডিকেট, সন্ত্রাসী চিহ্নিতকরণ, সুষ্ঠু আইন শৃঙ্খলা …