22 Chaitro 1431 বঙ্গাব্দ রবিবার ৬ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় প্রবীণ অধিকার সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা

নওগাঁয় প্রবীণ অধিকার সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে মত বিনিময় সভা

এনবিএন ডেক্স: নওগাঁয় প্রবীণ অধিকার সুরক্ষায় সাংবাদিকদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় জেলা পরিষদ হলরুমে স্থানীয় সাংবাদিকদের নিয়ে বেসরকারী সংগঠন বরেন্দ্রভূমি সমাজ উন্নয়ন সংস্থা (বিএসডিও) এর আয়োজনে উক্ত সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলা ও জেলা পর্যায়ের ৩০জন সাংবাদিক অংশ গ্রহণ করেন। বিএসডিও’র নির্বাহী পরিচালক আব্দুর রউফের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে কর্মসূচীর উদ্বোধন ঘোষনা করেন। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক এ্যাড: একেএম ফজলে রাব্বী। সভার বিভিন্ন সেশন পরিচালনা করেন দাতা সংস্থা হেল্পএইজ ইন্টারন্যাশনাল এর রিজিওনাল ডাইরেক্টর পিটার, হেড অব কমিউনিকেশন ময়ুর পউল, প্রকল্প সমন্বয়কারী আশিষ বড়–য়া, এ্যাডভোকেসি অফিসার শেগুফতা শারমিন, প্রোগ্রাম ম্যানেজার শাওলী ঝর্ণা ও প্রজেক্ট অফিসার বেলায়েত হোসেন। এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ কান্ট্রি ডাইরেকটর নির্ঝরিনি হাসান, প্রোগ্রাম অফিসার পবিত্রা মান্দে প্রমুখ। বক্তারা প্রবীণ অধিকার সুরক্ষায় হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর কার্যক্রম, সফলতা, মিডিয়ার গুরুত্ব, ভবিষৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। পরে উপস্থিত সাংবাদিকদেও নিয়ে গ্রুপ ওয়ার্ক এর মাধ্যমে প্রবীণদেও নিয়ে সংবাদ প্রকাশে স্থানীয় বাধা ও তা সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। উল্লেখ্য বিএসডিও ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও হেল্পএইজ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ এর সহায়তায় নওগাঁ জেলায় ৩বছর মেয়াদী সাংস্কৃতিক অধিকার সরক্ষায় প্রচারাভিযান শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে।

 

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …