24 Bhadro 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ৯ সেপ্টেম্বর ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় আর্ন্তজাতিক যুব দিবস পালিত!!

নওগাঁয় আর্ন্তজাতিক যুব দিবস পালিত!!

এনবিএন ডেক্সঃ “ইয়থ এন্ড মেন্টাল থেলথ“ এই প্রতিপাদ্য নিয়ে বর্ন্যাঢ্য র‌্যালী, মানব বন্ধন, আলোচনা সভা ও বৃক্ষ রোপনের মধ্য দিয়ে নওগাঁয় আর্šÍজাতিক যুব দিবস পালিত হয়েছে। র‌্যালী ও আলোচনায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ এনামুল হক। মঙ্গলবার সকালে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুনরায় সেখানে গিয়ে শেষ হয়। অপরাজিতা খান ফাউন্ডেশানের সহযোগিতায় যুব উন্নয়ন অধিদপ্তর এর আয়োজন করে। পরে যুব উন্নয়ন মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মচির আহম্মদ মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক আঃ মান্নান, ডেপুটি কর্ডিনেটর জামিল চৌধূরী, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান পারভীন আকতার, খান ফাউন্ডেশানের সমন্নয়কারী মাসুদুর রহমান, রানীর প্রধান নির্বাহী ফজলুল হক খান প্রমুখ বক্তব্য রাখেন। পরে যুব দিবসের উপর নওগাঁ মহাদেবপুর মহাসড়কে ঘন্টাকালব্যাপী মানব বন্ধন ও গন স্বাক্ষর অনুষ্ঠিত হয় এবং বৃক্ষ রোপন করে কর্মসুচীর উদ্ধোধন করেন।

আরও পড়ুন...

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

নওগাঁ প্রতিনিধিঃ ‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ এই প্রতিপাদ্য নিয়ে নওগাঁয় ৭দিন ব্যাপী বৃক্ষ …