এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের উপ নির্বাচনে সকাল থেকে শান্তিপূর্ন ভাবে ভোট গ্রহন সম্পন্ন হয়েছে। সকাল ৮টা থেকে শুরু হয় ভোট গ্রহণ। মোট ৯টি কেন্দ্রের ৫৭ টি বুথে ভোট গ্রহন শুরু হয়। ভোট একটানা চলেছে বিকেলে ৪ টা পর্যন্ত।
চেরাগপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪ জন প্রার্থী। মোট ভোটার রয়েছে প্রায় ১৭ হাজার। ভোট গ্রহন উপলক্ষে এলাকায় নেয়া হয়েছে কড়া নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব ও আনছার বাহিনীর সদস্য। বিকেলে ৪ টা পর্যন্ত ইউনিয়নের কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। উল্লেখ্য, গত ৫ জানুয়ারীর জাতীয় সংসদ নির্বাচনে মহাদেবপুর উপজেলার চেরাগপুর ইউনিয়ন পরিষদের তৎকালিন চেয়ারম্যান ছলিম উদ্দিন তরফদার সেলিম স্বতন্ত্র প্রার্থী হিসেবে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়। এর পরে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য ঘোষনা করে চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য তপসিল ঘোষনা করে নির্বাচন কমিশন।
দোহালী কোহালী গ্রামের সীমানা সংক্রান্ত জটিলতার জন্য পিছিয়ে যায় উপ-নির্বাচন। সীমানা সংক্রান্ত জটিলতার অবসান ঘটিয়ে প্রায় ৭ মাস পর গতকাল রোববার অনুষ্ঠিত হলো মহাদেবপুর উপজেলার চেয়ারপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচন। এখন চলছে ভোট গননা। উপ-নির্বাচনে ৬৫ থেকে ৭০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছে নির্বাচনের রিটার্নিং অফিসার ও উপজেলা কৃষি অফিসার একেএম মফিদুল ইসলাম। #
আরও পড়ুন...
নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত
এন বিএন ডেক্সঃ নওগাঁর নিয়ামতপুর উপজেলার ৭নং শ্রীমন্তপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার …