এন বি এন ডক্সে: “আদিবাসী অধিকার আদায়ে মুক্তিকামী জনতার সেতু বন্ধন” এই স্লোগান নিয়ে বনার্ঢ্য র্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে নওগাঁয় আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে নজিপুর পাবলিক মাঠে জাতীয় আদিবাসী যুব পরিষদ জেলা শাখা এর আয়োজন করে। এতে প্রধান অতিথি ছিলেন জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি রবীন্দ্রনাথ সরেন। জেলা জাতীয় আদিবাসী পরিষদের সভাপতি আমিন কুজুরের সভাপতিত্বে আদিবাসী নেতা মোশারফ মুন্ডা, জাতীয় আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা, আদিবাসী যুব পরিষদের সাধারন সম্পাদক নরেন পাহান, জেলা জাতীয় আদিবাসী পরিষদের সাধারন সম্পাদক ভারত পাহান, আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি বিভূতি ভূষন মাহাতো, সাধারন সম্পাদক মিঠুন টপ্য, জেলা আদিবাসী ছাত্র পরিষদের সভাপতি সুধীর পাহান প্রমূখ বক্তব্য রাখেন। এর আগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালী বের হয়ে উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে নজিপুর পাবলিক মাঠে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন...
নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত
নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …