21 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৫ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর বদলগাছীতে বিরোধপূর্ণ জমি দখল করতে আসায় দেশীয় অস্ত্রসহ ৩৬জন আটক

নওগাঁর বদলগাছীতে বিরোধপূর্ণ জমি দখল করতে আসায় দেশীয় অস্ত্রসহ ৩৬জন আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে বিরোধপূর্ন ৪৯ বিঘা জমি দখল করতে আসার পথে দেশীয় অস্ত্র রামদা, বল্লম, ফার্সা, তীর ধুনুকসহ ভাড়াটিয়া লাটিয়াল বাহিনীর ৩৩ সদস্য ও ভুটভুটি চালক ৩জনসহ ৩৬জনকে আটক করেছে পুলিশ। জানা যায়, উপজেলার মাধবপাড়া গ্রামের মৃত নইম সরদারের ছেলে রঙ্গীলা গং এর পক্ষে উপজেলার কসবা গ্রামের মৃত গোপাল চন্দ্র উরাও এর ছেলে অভয় চন্দ্র গং সাথে উত্তর মির্জাপুর গ্রামের মহির প্রামানিকের ছেলে মজিবর রহমান গং এর সাথে দীর্ঘদিন থেকে প্রায় ৪৯ বিঘা জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধপূর্ণ জমি দখল করতে অভয় চন্দ্র গংয়েরা পার্শ্ববর্তী পতীœতলা ও পোরশা উপজেলা থেকে  মুসলমান ও অদিবাসী তিরোন্দাজ লাটিয়াল বাহিনীকে ভাড়া করে।
উক্ত ভাড়াটিয়া লাটিয়াল বাহিনীর সদস্যরা গত মঙ্গলবার রাত ১১টার দিকে ভুটভুটি যোগে আসার পথে বদলগাছী-মাতাজী সড়কের ফতেজঙ্গপুর মাদ্রাসার পশ্চিম পার্শ্বে নির্মানাধীন নতুন কালভার্টের নিকট পৌঁছিলে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ভুটভুটি চালকসহ ৩৬ জনকে আটক করে।
আটককৃতরা হলেন- পতœীতলা উপজেলার মনি মন্ডলের ছেলে আব্দুল কুদ্দুস (৩৮), হামিদুল ইসলামের ছেলে হাফিজুল ইসলাম (২৩), ছাদেক আলীর ছেলে আব্দুল গফফার (৫০), আব্দুর রহমানের ছেলে ছিদ্দিক মোল্লা (৬০), রহিম উদ্দীনের ছেলে আকাল হোসেন (২০), আব্দুর লতিফের ছেলে মমিনুল ইসলাম (২৮), মোতালেব খন্দকারের ছেলে আমির হোসেন (২০), রহিম উদ্দীনের ছেলে আব্দুল মালেক (২৯), এজাহার উদ্দীনের ছেলে শাহিন বাবু (২৫), নজরুল ইসলামের ছেলে মইনুল ইসলাম (৩০), মজনু মন্ডলের ছেলে বেলাল হোসেন (৩০), রহিম উদ্দীনের ছেলে দুলাল হোসেন (২৭), রাজুর ছেলে সুশীল কৃমার (৩০), রবিন টুডুর ছেলে বলেন টুডু (৩০), কবিরাজের মর্মুর ছেলে বিশু মর্মু (২৫), চন্নু হাসদার ছেলে সৈলেশ হাসদা (২২), রজিন টুডুর ছেলে অরজেন টুডু (২২০, সমহেমরম এর ছেলে বলরাম হেমরম (৩৮), কুকরা মালির ছেলে সন্তেশ (৪৫), চন্দন কিসকুর ছেলে বুনসি কিসকু (৩৫), শুকুল হাসদার ছেলে জওনা হাসদা (৩০), চুন্নু হাসদা (৪০), লক্ষন সরেনের ছেলে অভিলাশ সরেন (৪৫), শুকলাশ মালির ছেলে অতুল (৩৫), মঙ্গল মুর্মুর ছেলে বিশ্বনাথ মুর্মু (৩৫), কিশকু হেমরমের ছেলে যোশেফ মুর্মু (৫০), মুনসীর ছেলে রাজু কিসকু (৬০), পোরশা উপজেলার রাম মুর্মুর ছেলে কুনেল মুম (২৩), মিত্র কিসকুর ছেলে বিশু (২৮), নিমাই (২৬), লগেনের ছেলে পরিমল মুর্মু (২৪), রামকৃষ্ণ কিসকুর ছেলে বিশ্বনাথ কিসকু (৪০), মাত সরেনের ছেলে লুকাস সরেন (২৩) ও ভুটভুটি চালক বদলগাছী উপজেলার রাজপুর গ্রামের আব্দুস জব্বারের ছেলে মিলন (২২), বিষ্ণপুর গ্রামের কাসেমের ছেলে জামাল হোসেন (২১), পতœীতলা উপজেলার আড়াইল গ্রামের নিজাম সরদারের ছেলে নয়ন (২৭)।
এ বিষয়ে বদলগাছী থানার ওসি তদন্ত আবুল কালাম আজাদ জানান, বুধবার দুপূরে আটককৃতদের নওগাঁ কোর্টে প্রেরন করা হয়েছে।#

আরও পড়ুন...

নওগাঁয় নিখোঁজের ৭ দির পর মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে ব্রিজের নিচ থেকে সাকিব হোসেন (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের মরদেহ …