এনবিএন ডেক্স: মোবাইল ফোনে স্বামীর ভাগ্নের সঙ্গে কথা বলায় নওগাঁয় অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে এক গৃহবধূকে ১০১টি দোররা মারায় অবশেষে ভিকটিম নিজে বাদী হয়ে গতকাল শনিবার রানীনগর থানায় ২০জন সহ আরো অজ্ঞাত নামা সর্ব মোট ৩০জনকে আসামী করে একটি মামলা দায়ের করেছে। পুলিশ গতকাল শনিবার রাতেই অভিযান চালিয়ে ঐ মামলার এজাহার ভূক্ত ৭আসামীকে গ্রেফতার করেছে। উল্লেখ্য জেলার রানীনগর উপজেলার ছাতারবাড়িয়া গ্রামে গত মঙ্গলবার রাতে এই দোররা কার্যকর করেন স্থানীয় মাতব্বররা। দোররার আঘাতে গৃহবধূ ক্ষত-বিক্ষত হলেও বিনা চিকিৎসায় তাকে বাড়িতে আটকে রাখা হয়েছিল। সরেজমিনে গিয়ে স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রানীনগর উপজেলার ছাতারবাড়িয়া গ্রামের খয়বর আলীর স্ত্রী হাওয়া বিবি (২৬) একই গ্রামের তার স্বামীর ভগ্নিপতির আব্দুর রহমান খুশুর ছেলে ভাগ্নে বাবুর সাথে বিভিন্ন সময়ে মোবাইল ফোনে কথা বলে। এ ঘটনায় সন্দেহ করে স্থানীয় গ্রামের মাতাব্বররা ওই দুই পরিবারকে সাময়িক ভাবে একঘরে করে রাখে। ঐ’দুই পরিবারকে একঘরে করেই তারা থেমে থাকেনি, পরে স্থানীয় মাতব্বররা ঐ গৃহবধুকে ১০১ বেত্রাধাত করে আহত অবস্থায় জোর পূর্বক গৃহ বন্ধী করে রাখে এবং এব্যাপারে স্থানীয় সাংবাদিকেরা সংবাদ সংগ্রহ করতে গেলেও ঐ প্রভাবশালী মাতব্বররা তাদের গ্রামের প্রবেশ করতে দেয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। ঐ গ্রামের স্থানীয় বাসিন্দা সখিন উদ্দীন জানান, গ্রামের আফতাব মাস্টার, সেকেন্দার, মোসলেমসহ গ্রামের মাতাব্বরদের উপস্থিতিতে ভিকটিমকে বেত্রাঘাত করা হয়েছে। দন্ডকার্য কারক মাতাব্বর সেকেন্দার আলী জানান, ঘটনার সময় আমি উপস্থিত ছিলাম তবে আমি নিজে বেত্রাঘাত করিনি। এ বিষয়ে গৃহবধুর শ্বাশুড়ী উপস্থিত লোকজনদের সামনে জানান, তার পুত্রবধুকে বেদম মারপিট করায় বিছানা থেকে উঠতে পারছেনা। ঘটনাটি বিলম্বে থানা কর্তৃপক্ষ জানতে পেরে ভিকটিমকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। এব্যাপারে রাণীনগর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মাসউদ চৌধুরী বলেন, এবিষয়ে গতকাল ভিকটিম নিজে বাদী হয়ে রানীনগর থানায় ২০জন সহ আরো অজ্ঞাত নামা সর্বমোট ৩০জনকে আসামী করে থানায় মামলা করেছে। এ সময়ের মধ্যে এজাহার ভুক্ত ৭ আসামীকে গ্রেফতার করা হয়েছে। বাঁকি আসামী ধরার জোড় প্রচেষ্টা চলছে। ভিকটিম বর্তমানে রানীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
আরও পড়ুন...
শিক্ষককে নির্যাতন নওগাঁর সাপাহারে ইউপি চেয়ারম্যান সহ ৮ জনের বিরুদ্ধে মামলা
এনবিএন ডেক্সঃ মামলার তদন্ত প্রতিবেদন প্রদানে গড়িমসি ও জমি বিক্রির টাকা চাওয়াকে কেন্দ্র করে নওগাঁর …