21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / নওগাঁর সাপাহারে কালী মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাংচুর- গ্রেফতার-২

নওগাঁর সাপাহারে কালী মন্দিরে হামলা চালিয়ে দুটি প্রতিমা ভাংচুর- গ্রেফতার-২

এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহার উপজেলার কোচকুড়লিয়া গ্রামে কালী মন্দিরের জায়গা নিয়ে বিরোধের জের ধরে মন্দিরে হামলা চালিয়ে দু’টি প্রতিমা ভাংচুরের ঘটনা ঘটেছে। গত শনিবার সন্ধায় হামলার সময় মন্দিরে থাকা কালী ও শিব প্রতিমা ভাংচুর করে পুকুরের পানিতে ফেলে দেয়া হয়। ঘটনায় রাতেই শাহজাহান আলী ও  রাশেদ নামের দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। জানা গেছে, গ্রামের দেবত্বর সম্পত্তি উপর মাটির তৈরী সার্বজনীন কালী মন্দিরটি নির্মিত। ওই সম্পত্তির কিছু অংশ গ্রামের সাহের আলম নামে এক ব্যক্তি নিজের সম্পত্তি বলে জোর পূর্বক দখল করার পায়তারা দির্ঘদিন ধরে শুরু করে। এ নিয়ে হিন্দু সম্পদ্রায়ের সাথে সাহের আলমের বিরোধ দেখা দিলে একাধিকবার বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাধান হয়নি। সাহের আলী ওই অংশটুকু দাবি করলেও তার কোন কাগজপত্র কোন দিন দেখাতে পারিনি। এতে বৈঠকে প্রশাসনের পক্ষ থেকেও সাহের আলীসহ সবাইকে নিজ নিজ অবস্থানে থাকার নির্দেশ দেয়া হয়। মন্দির পরিচালনা কমিটির সহ-সভাপতি অমল চন্দ্র জানান, প্রতিবছরের মত এ সময় শনিবার রাতে কালী পূজা দেয়া হয়। সে অনুযায়ী কালী ও শিব প্রতীমা নিয়ে আসা হয় পূজার জন্য। এতে ক্ষিপ্ত হয়ে সাহের আলমের নেতৃত্বে ১০/১২ জন দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে মন্দিরে হামলা চালিয়ে দু’টি প্রতিমা ভাংচুর করে পুকুরের পানিতে ফেলে দেয়। এ ঘটনায় ওই রাতেই থানায় ১০/১২ জনকে আসামী করে একটি মামলা দায়ের করা হয়েছে। মামলার প্রেক্ষিতে কুচকুড়লিয়া গ্রামের নওয়াবের ছেলে রাশেদ ও মৃতঃ মোজাম্মেল হকের ছেলে শাহজাহানকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নূর ইসলাম জানান, দুটি প্রতিমা ভাংচুরের মামলায় ২ জনকে গ্রেফতার করা হয়েছে অন্য আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চলছে।

আরও পড়ুন...

নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২

নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …