বিনোদন ডেক্স: সানজিদা প্রীতি সবসময়ই একটু বেছে বেছে কাজ করেন। যে কারণে টিভি নাটকে তাকে খুব বেশি নিয়মিত দেখা যায়না। তবে যে নাটকে তিনি কাজ করেন সেখানে নিজের চরিত্র নিয়ে যথেষ্ট ভেবে চিন্তে কাজ করেন। ঠিক তেমনি একটি নাটক ‘বদলে যাওয়ার গল্প’। নাটকটি রচনা করেনে আফনান আব্দুল্লাহ। এটি নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ তুহিন। একই পরিচালকের মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’ নাটকেও তিনি নিয়মিত অভিনয় করছেন। তবে এবারই প্রথম সানজিদা প্রীতি ‘তোমার গল্পে সবার ঈদ-সিজন থ্রি’ তে অভিনয় করছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সানজিদা প্রীতি বলেন ,’ দর্শকের পাঠানো গল্প থেকে বাছাইকৃত সেরা ৫টি গল্পের একটি নাটক এটি। দর্শক এতো ভালো গল্প লিখতে পারেন আমার জানা ছিলোনা। অনেক চমৎকার একটি গল্পের নাটক বদলে যাওয়ার গল্প। চেষ্টা করছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ পরিচালক রহমতুল্লাহ তুহিন জানান এরইমধ্যে নাটকটির শুটিং একদিন হয়েছে। বৃষ্টির কারণে ফেঁসে যাওয়ায় নির্ধারিত সময়ে নাটকটির শুটিং শেষ করা যায়নি। তাই আগামীকাল ২৫ জুলাই নাটকটির শুটিং হবে। এতে সানজিদা প্রীতির বিপরীতে আছেন সজল। এদিকে আসছে ঈদ উপলক্ষ্যে প্রীতি অমিতাভ রেজার নির্দেশনাতেও একটি নাটকে অভিনয় করেছেন। খুব শিগগরিই প্রচার শুরু হবে তার অভিনীত আফসানা মিমি পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ডলস হাউজ-টু’। এদিকে রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় নির্মিত ‘আজি বিজন ঘরে’ একুশে টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১.৩০ মিনিটে, নাগরিক বুঁনোফুল মাছরাঙ্গা টিভিতে ঈদের ষষ্ঠদিন রাত ৮.২০ মিনিটে এবং ‘যত দুরে যাবে বন্ধু’ এনটিভিতে প্রচার হবে। ‘নাগরিক বুঁনোফুল’ ও ‘যতদূরে যাবে বন্ধু’ প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।অভি মঈনুদ্দীন ঃ সানজিদা প্রীতি সবসময়ই একটু বেছে বেছে কাজ করেন। যে কারণে টিভি নাটকে তাকে খুব বেশি নিয়মিত দেখা যায়না। তবে যে নাটকে তিনি কাজ করেন সেখানে নিজের চরিত্র নিয়ে যথেষ্ট ভেবে চিন্তে কাজ করেন। ঠিক তেমনি একটি নাটক ‘বদলে যাওয়ার গল্প’। নাটকটি রচনা করেনে আফনান আব্দুল্লাহ। এটি নির্দেশনা দিয়েছেন রহমতুল্লাহ তুহিন। একই পরিচালকের মাছরাঙ্গা টিভিতে প্রচার চলতি ধারাবাহিক নাটক ‘ক্ষণিকালয়’ নাটকেও তিনি নিয়মিত অভিনয় করছেন। তবে এবারই প্রথম সানজিদা প্রীতি ‘তোমার গল্পে সবার ঈদ-সিজন থ্রি’ তে অভিনয় করছেন। নাটকটিতে অভিনয় প্রসঙ্গে সানজিদা প্রীতি বলেন ,’ দর্শকের পাঠানো গল্প থেকে বাছাইকৃত সেরা ৫টি গল্পের একটি নাটক এটি। দর্শক এতো ভালো গল্প লিখতে পারেন আমার জানা ছিলোনা। অনেক চমৎকার একটি গল্পের নাটক বদলে যাওয়ার গল্প। চেষ্টা করছি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তুলতে।’ পরিচালক রহমতুল্লাহ তুহিন জানান এরইমধ্যে নাটকটির শুটিং একদিন হয়েছে। বৃষ্টির কারণে ফেঁসে যাওয়ায় নির্ধারিত সময়ে নাটকটির শুটিং শেষ করা যায়নি। তাই আগামীকাল ২৫ জুলাই নাটকটির শুটিং হবে। এতে সানজিদা প্রীতির বিপরীতে আছেন সজল। এদিকে আসছে ঈদ উপলক্ষ্যে প্রীতি অমিতাভ রেজার নির্দেশনাতেও একটি নাটকে অভিনয় করেছেন। খুব শিগগরিই প্রচার শুরু হবে তার অভিনীত আফসানা মিমি পরিচালিত নতুন ধারাবাহিক নাটক ‘ডলস হাউজ-টু’। এদিকে রহমতুল্লাহ তুহিনের নির্দেশনায় নির্মিত ‘আজি বিজন ঘরে’ একুশে টিভিতে ঈদের তৃতীয় দিন রাত ১১.৩০ মিনিটে, নাগরিক বুঁনোফুল মাছরাঙ্গা টিভিতে ঈদের ষষ্ঠদিন রাত ৮.২০ মিনিটে এবং ‘যত দুরে যাবে বন্ধু’ এনটিভিতে প্রচার হবে। ‘নাগরিক বুঁনোফুল’ ও ‘যতদূরে যাবে বন্ধু’ প্রযোজনা করেছে ভার্সেটাইল মিডিয়া।
আরও পড়ুন...
নওগাঁর নৌকা বাইচ প্রতিযোগীতা অনুষ্ঠিত!!
এনবিএন ডেক্সঃ ঈদ উপলে নওগাঁর মহাদেবপুরের ঐতিহ্যবাহী সাতরা বিলে অনুষ্টিত হয় নৌকা বাইচ প্রতিযোগিতা। উপজেলার …