26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ নওগাঁর মান্দায় দুইশ’ বিঘা জমির আমন আবাদ অনিশ্চিত

পানি নিষ্কাশনের কালভার্ট বন্ধ নওগাঁর মান্দায় দুইশ’ বিঘা জমির আমন আবাদ অনিশ্চিত

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দায় পানি নিষ্কাশনের একটি কালভার্ট বন্ধ করে দেয়ায় মটগাড়ী খুলুরডোব বিলের প্রায় দুইশ’ বিঘা জমির আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। গত কয়েকদিনের বৃষ্টিতে প্রসাদপুর ইউনিয়নের ওই বিলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় কৃষকরা জমিতে ধানের চারা রোপন করতে পারছেন না। বিষয়টি সুরাহার জন্য বিলের কৃষকরা গত সোমবার মান্দা ইউএনও’র নিকট অভিযোগ দাখিল করেছেন। অভিযোগ সুত্রে জানা গেছে, মটগাড়ী গ্রামে প্রবেশের রাস্তায় স্থাপিত কালভার্ট দিয়ে দ্বারিয়াপুর, ইনায়েতপুর ও খুলুরডোব বিলের পানি নিষ্কাশন হয়ে থাকে। এ বছর বর্ষা মৌসুমের শুরুতে মটগাড়ী গ্রামের আব্দুর রহমান, আজিজার রহমান, মুনছের বাগসহ কয়েক ব্যক্তি মাটি দিয়ে কালভার্টের মুখটি বন্ধ করে দেন। গত কয়েকদিনের বর্ষায় দ্বারিয়াপুর ও ইনায়েতপুর বিলের পানি খুলুরডোব বিলে নেমে জলাবদ্ধতার সৃষ্টি হয়। এতে চলতি মৌসুমে এ বিলের প্রায় ২শ’ বিঘা জমির আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। বিলের কৃষক মজিবর রহমান, আজিজার রহমান, হাফিজ উদ্দিন, আব্দুল মতিনসহ আরো অনেকে জানান, দীর্ঘদিনের পানি নিষ্কাশনের কালভার্টের মুখটি গ্রামের কয়েকজন বখাটে জোরপূর্বক মাটি দিয়ে ভরাট করে দেয়। পানি নিষ্কাশনের পথ বন্ধ করে দেয়ায় বিলের জমি পানির নিচে তলিয়ে গেছে। এ অবস্থার উত্তরণ না হলে এ মৌসুমে বিলে আমন ধানের চারা রোপন করা সম্ভব হবে না বলে দাবি করেন তারা। বিষয়টির আশু সমাধানের দাবি করে বিলের কৃষকরা গত সোমবার ইউএনও শাহানা আখতার জাহানের নিকট অভিযোগ দাখিল করেছেন। এদিকে ইউএনও’র নির্দেশে সহকারী কমিশনার (ভূমি) সাদেকুর রহমান ঐদিনই বিকেল ৩টার দিকে পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। কিন্তু গ্রামের কয়েকজন বখাটে লোকের তোপের মুখে বিষয়টির সুরাহা না করেই ফিরে আসতে বাধ্য হন তারা। এ প্রসঙ্গে মান্দার সহকারী কমিশনার (ভূমি) সাদেকুর রহমান জানান, উভয়পক্ষের লোকজনদের নিয়ে একটি সমঝোতা বৈঠকের আহবান করা হয়েছে।

আরও পড়ুন...

শষ্য ভান্ডার খ্যাত আত্রাইয়ে পাট চাষে আগ্রহ হারাচ্ছে কৃষক

এনবিএন ডেক্সঃ উত্তর জনপদের শষ্য ভান্ডার খ্যাত নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশের অন্যতম অর্থকারী ফসল ‘সোনালী আঁশ’ …