এনবিএন ডেক্সঃ দীর্ঘ ৬ মাস ৩ দিন পর কথিত সড়ক দুর্ঘটনায় নিহত গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অবিদিয় মার্ডী (৩৫) এর লাশ নওগাঁর ধামইরহাটে কবর থেকে উত্তোলন করা হয়েছে। গাইবান্ধার গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশে গতকাল বুধবার বেলা ১১টায় অবিদিয় মার্ডীর লাশ ময়না তদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়। লাশ উত্তোলন করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। অবিদিয়ের মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে গত ১৩ জানুয়ারী গোবিন্দগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়।
লাশ উত্তোলনের সময় উপস্থিত ছিলেন ধামইরহাট উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন, গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মামুন উল হাসান, নওগাঁর নির্বাহী ম্যাজিস্ট্রেট একেএম হেদায়েতুল ইসলাম, গাইবান্ধা বি সার্কেলের সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মেহেদী রাসেল, স্থানীয় সাংবাদিক ও আদিবাসী নেতৃবৃন্দ।
এ ব্যাপারে অবিদিয় মার্ডীর বড় ভাই ফাদার স্যামসন মারার্ন্ডী বলেন, তার ছোট ভাই অবিদিয় মার্ডী গোবিন্দগঞ্জ উপজেলায় সহকারী কমিশনার (ভূমি) হিসেবে দায়িত্ব পালনকালে আদিবাসীদের জমি সংক্রান্ত পারমিশান বিষয়ে ওই এলাকার এক প্রভাবশালী ব্যক্তির সাথে দ্বন্দ্ব বাধে। পরবর্তীতে ওই চক্র তাকে পরিকল্পিতভাবে হত্যা করে সড়ক দুর্ঘটনা বলে চালিয়ে দেয়।
তিনি অভিযোগ করে বলেন, কোন প্রকার ময়না তদন্ত ছাড়া অবিদিয়কে গোবিন্দগঞ্জ উপজেলা প্রশাসন লাশ দ্রুত দাফনের জন্য পরিবারের কাছে হস্তান্তর করেন। পরবর্তীতে তারা বিষয়টি জানতে পারেন যে, তার ছোট ভাইকে একটি মহল সুপরিকল্পিতভাবে হত্যা করে। লাশ উত্তোলন পূর্বক সঠিকভাবে ময়না তদন্তের জন্য এলাকাবাসী ও বিভিন্ন আদিবাসী সংগঠন গত ২৭এপ্রিল ধামইরহাট উপজেলা সদরে মানববন্ধন কর্মসূচী পালন শেষে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারক লিপি প্রদান করে।
উল্লেখ্য অবিদিয় মার্ডী ধামইরহাট উপজেলার বেনীদুয়ার মিশনপাড়া গ্রামের মৃত যোসেফ মার্ডীর ছেলে। গত ১১ জানুয়ারী’১৪ তারিখে নিজ কর্মস্থল গোবিন্দগঞ্জ থেকে মোটর সাইকেলে যোগে সকালে নিজ বাড়ী বেনীদুয়ার গ্রামে আসেন। ঐদিন বিকেলে কর্মস্থলে ফেরার পথে রংপুর-বগুড়া মহাসড়কের গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার ফাঁসিতলা নামকস্থানে অটোরিক্সার সাথে কথিত সংঘর্ষে তিনি মারা যান।#
আরও পড়ুন...
বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি
নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …