21 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / জাতীয় সংবাদ / হরিপুরে সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশী আটক

হরিপুরে সীমান্তে বিএসএফের হাতে এক বাংলাদেশী আটক

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁয়ের হরিপুর উপজেলার মলানী সীমান্তের ৩৭১/৫ এস পিলারের ভারতীয় ভূখন্ডের কাঁটাতারের নিকট থেকে ১২১ ব্যাটালিয়ন বিএসএফের সদস্যরা মঙ্গলবার ভোর সকাল সাড়ে ৫টার সময় এক বাংলাদেশী যুবককে আটক করে নিয়ে গেছে বলে জানা গেছে। বিএসএফের হাতে আটক যুবকের নাম তোজাম্মেল (৩০)। সে উপজেলার দুবরাবাড়ী গ্রামের বজলুর রহমানের ছেলে বলে জানা গেছে।
সীমান্তে বাংলাদেশী নাগরিক আটকের বিষয়ে ৩০ বিজিবি মলানী কোম্পানী কমান্ডার সুবেদার আফজাল আলী এ বিষয়ে নিশ্চিত করে বলেন তাকে ফেরত চেয়ে বিএসএফ এর নিকট পত্র প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁয় ৯টি ককটেল ১৫ টি সাউন্ড বোমাসহ বিপুল পরিমান জিহাদী বই উদ্ধার- ৬ শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ

এনবিএন ডেক্সঃ নওগাঁ সদরের শহরস্থ নামাজগড় মাদ্রাসা পাড়া থেকে ৯টি ককটেল, ১৫ টি সাউন্ড বোমা …